মায়ের কোল থেকে ছিটকে পড়ে লরির চাপায় শিশুর মৃত্যু
চট্টগ্রামের মিরসরাইয়ে লরির ধাক্কায় আলিফা আক্তার (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশায় মায়ের কোলে বসে বাড়ি ফিরছিল আলিফা। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি অটোরিকশাটিকে পেছন থেকে ধাক্কা দিলে মায়ের কোল থেকে সড়কে ছিটকে পড়ে লরির চাকার নিচে পিষ্ট হয় সে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আজ সোমবার বিকেল পাঁচটায় চট্টগ্রামের মিরসরাই উপজেলা সদরের কলেজ রোডের মাথায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলিফা আক্তার উপজেলার হাইতকান্দি ইউনিয়নের পশ্চিম হাইতকান্দি গ্রামের মো. ফেরদৌসের মেয়ে। সে পশ্চিম হাইতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।
আলিফার দাদা শামসুল হুদা প্রথম আলোকে বলেন, আলিফার নানি অসুস্থ হলে তাঁকে চিকিৎসার জন্য উপজেলা সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান আলিফার মা। চিকিৎসা শেষে সিএনজিচালিত অটোরিকশাযোগে বাড়ি ফেরার পথে মিরসরাই কলেজ রোডের মাথায় নিয়ন্ত্রণ হারানো একটি লরি তাঁদের বহন করা সিএনজিচালিত অটোরিকশাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে মায়ের কোল থেকে সড়কে ছিটকে রাস্তায় পড়ে যায় আলিফা। সে সময় লরিটির চাকার নিচে মাথা থেঁতলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় শিশুকন্যাকে হারিয়ে আহাজারি করছেন আলিফার মা। পশ্চিম হাইতকান্দি গ্রামে শোকাবহ পরিবেশ বিরাজ করছে। এমন মৃত্যু মানতে পারছেন না কেউই। আজ আলিফার দাফন সম্পন্ন হবে বলে জানিয়েছেন স্বজনেরা।
এ বিষয়ে জানতে চাইলে জোরারগঞ্জ হাইওয়ে পুলিশের উপপরিদর্শক বোরহান উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কলেজ রোডের মাথায় ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে লরির চাপায় এক শিশুর মৃত্যুর খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যাই আমরা। সেখানে পৌঁছানোর আগেই শিশুটির লাশ নিয়ে যান তার পরিবারের সদস্যরা। লরি ও সিএনজিচালিত অটোরিকশা দুটি জব্দ করে হেফাজতে নিয়েছি আমরা। দুর্ঘটনার পর সিএনজিচালিত অটোরিকশার চালক সটকে পড়লেও লরির চালককে থানা হেফাজতে নেওয়া হয়েছে। তদন্ত করে এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’