পাটুরিয়ায় ফেরিতে চাপ নেই, যাত্রী বাড়ছে লঞ্চঘাটে

ঈদযাত্রা দুই দিন আগে শুরু হলেও মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাটে গাড়ির তেমন চাপ নেই। আজ রোববার সকালে পাটুরিয়ার পাঁচ নম্বর ঘাট এলাকায়ছবি: আব্দুল মোমিন

ঈদযাত্রায় মানিকগঞ্জের পাটুরিয়া ফেরিঘাট এলাকায় যাত্রী ও যানবাহনের সেই চিরচেনা চাপ নেই। তবে পাটুরিয়া লঞ্চঘাটে ঈদে বাড়ি ফেরা মানুষের সংখ্যা বাড়ছে। আজ রোববার সকাল আটটা থেকে সাড়ে নয়টা পর্যন্ত পাটুরিয়া ফেরিঘাট ও লঞ্চঘাট এলাকায় অবস্থান করে এই চিত্র দেখা গেছে।

এদিকে ঢাকা-আরিচা মহাসড়কে আজ সকাল সাড়ে নয়টা পর্যন্ত কোথাও যানজটের খবর পাওয়া যায়নি। যাত্রীবাহী ও অন্যান্য যানবাহন মহাসড়কে স্বাভাবিক গতিতে চলাচল করছিল।

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১টি জেলার মানুষ মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌপথ হয়ে ঈদে বাড়ি ফিরতেন। তবে পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহনের সংখ্যা কমে এসেছে। এ কারণে এবার ঈদযাত্রা শুরু হলেও পাটুরিয়া ফেরিঘাটে যাত্রী ও যানবাহনের চাপ অন্যান্য ঈদের সময়ের চেয়ে কম।

আজ রোববার সকালে সরেজমিনে দেখা গেছে, পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাসের পাশাপাশি ব্যক্তিগত ছোট গাড়ি এবং মোটরসাইকেলে করে অনেকে বাড়ি ফিরছেন। ফেরিঘাটে আসার পরপরই যানবাহন ও যাত্রীরা ফেরিতে উঠছিলেন। পাটুরিয়ার তিন ও চার নম্বর ঘাট দিয়ে যাত্রীবাহী বাস ও যাত্রীরা এবং পাঁচ নম্বর ঘাট দিয়ে ব্যক্তিগত ছোট যানবাহন ও পণ্যবাহী গাড়ি ফেরিতে ওঠা-নামা করছিল।

ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে যাত্রীরা বিভিন্ন পরিবহনের বাসে করে পাটুরিয়া লঞ্চঘাটের অদূরে এসে নামছেন। এরপর তাঁরা লঞ্চঘাটে গিয়ে টিকিট নিয়ে লঞ্চে উঠছেন। লঞ্চে অতিরিক্ত যাত্রী যাতে পরিবহন না করা হয়, সে জন্য ঘাট এলাকায় নৌপুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করছেন।

পাটুরিয়ার তিন নম্বর ঘাট এলাকায় গোল্ডেন লাইন পরিবহনের বাসের চালক মামুনুর রশিদ প্রথম আলোকে বলেন, প্রতিবছর ঈদের আগে পাটুরিয়া ঘাট এলাকায় ঘণ্টার পর ঘণ্টা ফেরির অপেক্ষায় থাকতে হতো। তবে এবার ঈদে এখন পর্যন্ত সেই ভোগান্তি নেই। ঘাটে আসার পর অল্প সময়ের মধ্যেই বাস নিয়ে তিনি ফেরিতে উঠতে পেরেছেন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয় সূত্রে জানা গেছে, এবারের ঈদযাত্রায় পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে যাত্রী ও যানবাহন পারাপারে ১৫টি ফেরি এবং আরিচা কাজিরহাট নৌপথে পাঁচটি ফেরি রয়েছে। পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে পদ্মা নদীর তলদেশ থেকে পলিমাটি সরানোয় নৌ চ্যানেলটির দূরত্ব কমে এসেছে। এ কারণে পারাপারে ফেরিগুলোর সময়ও কম লাগছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয় সূত্র জানায়, ঈদে ঘরমুখী মানুষের পারাপার নির্বিঘ্ন করতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ২২টি লঞ্চ চলাচল করছে। এ ছাড়া আরিচা-কাজিরহাট নৌপথে ১২টি লঞ্চ ও ৪১টি স্পিড বোট আছে।

বিআইডব্লিউটিসির আরিচা কার্যালয়ের উপমহাব্যবস্থাপক (বাণিজ্য) শাহ মো. খালেদ নেওয়াজ বলেন, পদ্মা সেতু চালু হওয়ার পর পাটুরিয়ায় যাত্রী ও যানবাহনের চাপ কমে গেছে। এবার ঈদে যাত্রী ও যানবাহন পারাপারে পাটুরিয়া-দৌলতদিয়া এবং আরিচা কাজিরহাট নৌপথে প্রয়োজনীয় সংখ্যক ফেরি আছে। ঈদে ঘরমুখী মানুষের দুর্ভোগ ছাড়াই বাড়ি ফিরবে বলে তিনি আশা করেন।