উত্ত্যক্ত করার দায়ে তরুণকে ছয় মাসের কারাদণ্ড

ভ্রাম্যমাণ আদালত
প্রতীকী ছবি

চট্টগ্রামের লোহাগাড়ায় স্কুলছাত্রীকে ইভ টিজিংয়ের দায়ে এক তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার সকালে লোহাগাড়া শাহপীর পাইলট উচ্চবিদ্যালয় এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ উল্যাহ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত তরুণের নাম মোহাম্মদ রিদুয়ান(১৯)। তিনি উপজেলা সদর ইউনিয়নের পুরাতন থানা এলাকার মুহাম্মদ ইউনুচের ছেলে।

ইউএনও শরীফ উল্যাহ প্রথম আলোকে বলেন, ‘আমার কাছে তথ্য ছিল, রিদুয়ান তাঁর কয়েক বন্ধুকে নিয়ে শাহপীর পাইলট উচ্চবিদ্যালয় ফটকের সামনে এসএসসি পরীক্ষার্থী ছাত্রীদের উত্ত্যক্ত করে আসছিলেন। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আজ ওই এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের সঙ্গে থাকা সাদাপোশাকের আনসার সদস্যরা রিদুয়ানকে হাতেনাতে ধরে ফেলেন। তাঁর অন্য বন্ধুরা পালিয়ে যান।’

ইউএনও বলেন, দোষ স্বীকারের পরিপ্রেক্ষিতে ওই তরুণকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং পরে থানায় সোপর্দ করা হয়। অভিযানের সময় এক আনসার সদস্য আহত হন।’