আশুলিয়ায় কবর থেকে ৫ নারীর কঙ্কাল চুরি

কঙ্কাল চুরির খবরে কবরস্থানে এসে উৎসুক জনতা ভিড় করে। আশুলিয়ার দরগারপাড় এলাকার গাজীর দরগাঁ সরকারি কবরস্থানে
ছবি: সংগৃহীত

ঢাকার অদূরে সাভারের আশুলিয়ার একটি কবরস্থান থেকে পাঁচ নারীর কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে। আশুলিয়ার দরগারপাড় এলাকার গাজীর দরগাঁ সরকারি কবরস্থানে এ ঘটনা ঘটে। স্থানীয় লোকজনের ধারণা, গতকাল বৃহস্পতিবার দিবাগত গভীর রাতের কোনো এক সময় কবরগুলো থেকে কঙ্কাল চুরির ঘটনা ঘটেছে।

আজ শুক্রবার সকাল আটটার দিকে স্থানীয় কয়েক ব্যক্তি গাজীর দরগাঁ সরকারি কবরস্থানের নারীদের জন্য নির্ধারিত অংশে বেশ কয়েকটি কবরের মাটি খোঁড়া অবস্থায় দেখতে পান। বিষয়টি জানাজানি হলে স্থানীয় মানুষ কবরস্থানে ভিড় করতে শুরু করেন। এ সময় তাঁরা পাঁচটি কবর থেকে কঙ্কাল চুরি হয়েছে বলে নিশ্চিত হন।

ওই এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কবরস্থানটিতে নারী ও পুরুষের জন্য আলাদা জায়গা করা রয়েছে। কঙ্কাল চুরি হয়েছে শুধু নারীদের অংশের কবরগুলো থেকে।

মাহমুদা খানম নামে স্থানীয় এক স্কুলশিক্ষক বলেন, ‘দেড় বছর আগে আমার মাকে ওই জায়গায় কবর দেওয়া হয়েছিল। মায়ের কবর জিয়ারত করতে প্রতি শুক্রবার কবরস্থানটিতে আসি। আজ (শুক্রবার) সকালে এসে মায়ের কবরে গর্ত দেখতে পাই। এ ছাড়া আশপাশের আরও কয়েকটি কবরে একই অবস্থা দেখি। বিষয়টি আশপাশের লোকজনকে জানালে তাঁরা আরও বেশ কয়েকটি কবরে একই অবস্থা দেখতে পান।’

কবরস্থানটির খাদেম মনির হোসেন প্রথম আলোকে বলেন, সব কটিই পুরাতন কবর। বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে বলে মনে হচ্ছে। এক জোড়া জুতা আর একটা চাদর কবরস্থান থেকে পাওয়া গেছে। বিষয়টি আশুলিয়া থানার পুলিশকে জানানো হয়েছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অপূর্ব সাহা প্রথম আলোকে বলেন, ‘কবর থেকে কঙ্কাল চুরির বিষয়টি স্থানীয় লোকজন জানিয়েছেন। ঘটনাস্থলে যাচ্ছি। তদন্ত করে বিষয়টি নিশ্চিত হয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’