তারা প্রচুর লাশ চায়: শামীম ওসমান

নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয় ও আঞ্চলিক গবেষণাগার কার্যালয় উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য শামীম ওসমান। মঙ্গলবার বিকেলে
ছবি: প্রথম আলো

বিএনপি লাশের রাজনীতি করে বলে মন্তব্য করেছেন নারায়ণগঞ্জের আলোচিত–সমালোচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমান। বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, তারা প্রচুর লাশ চায়। সেটা আওয়ামী লীগ হোক, সাধারণ মানুষ হোক কিংবা বিএনপির লাশ হোক।

আজ মঙ্গলবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর কার্যালয় ও আঞ্চলিক গবেষণাগার কার্যালয় উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন শামীম ওসমান।

আসছে জাতীয় নির্বাচন বানচাল করতে বিএনপি বিভিন্ন অপচেষ্টা করবে মনে করেন সরকারদলীয় এই সংসদ সদস্য। তিনি বলেন, তারেক জিয়া চাচ্ছেন, বাংলাদেশে যাতে নির্বাচনটা না হয়। কারণ, তিনি মানি লন্ডারিং মামলা ও একুশে আগস্ট গ্রেনেড হামলা মামলায় সাজাপ্রাপ্ত। অস্ত্র মামলা তাঁর বিরুদ্ধে চলছে। তিনি জানেন, সঠিক নির্বাচন হলে ১৫১ সিট তাঁরা পাবেন না।

বাংলাদেশে ভৌগোলিক সীমান্ত খুবই গুরুত্বপূর্ণ উল্লেখ করে শামীম ওসমান বলেন, দেশে বেশ কিছু জঙ্গি ধরা পড়েছে। তারা দেশে এমন কিছু ঘটানোর চেষ্টা করছে, যাতে দেশটা ব্যর্থ রাষ্ট্র মনে হয়। তিনি বলেন, ‘২০০৮ সালের নির্বাচনে বিএনপি তাদের সাজানো সব কিছুতে ২৯টি সিট পেয়েছিল। তাই তাঁরা যে প্ল্যান করছে, সেটা বাস্তবায়িত হলে বাংলাদেশ আফগানিস্তানে পরিণত হবে। সব দলেই ভালো লোক আছে, বিএনপির মধ্যেও ভালো লোক আছে। আমার মনে হয় এই বিষয়টা তাদেরও দেখা উচিত।’

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিফাত বিন ফেরদৌস, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আনোয়ার হোসেন, সদর উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোহাম্মদ শাহ্ আলম, ফতুল্লা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খন্দকার লুৎফর রহমান, বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী, এনায়েতনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, আলীর টেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন, কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল আলম, গোগনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজর আলী প্রমুখ।