চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল শুরু

অন্য আরেকটি ইঞ্জিনের সাহায্যে বিকল হওয়া মালবাহী ট্টেনের ইঞ্জিন ও বগি সরিয়ে নেওয়া হয়। পরে রেল যোগাযোগ স্বাভাবিক হয়। মঙ্গলবার লাউয়াছড়া জাতীয় উদ্যানে
ছবি: প্রথম আলো

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানে মালবাহী ট্রেনের ইঞ্জিন বিকল হওয়ার প্রায় চার ঘণ্টা পর সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। বিকল হয়ে পড়া ট্রেনটির ইঞ্জিন ও বগি সরিয়ে নেওয়ার পর মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটের দিকে ট্রেন চলাচল শুরু হয়।

এর আগে আজ বিকেল সাড়ে চারটার দিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানের ভেতরে রেলক্রসিংয়ের সামনে ইঞ্জিন বিকল হয়ে মালবাহী একটি ট্রেন আটকা পড়ে। ট্রেনটি পাথর আনতে সিলেটের দিকে যাচ্ছিল।

আরও পড়ুন

ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার বিষয়টি নিশ্চিত করে শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের মাস্টার সাখাওয়াত হোসেন প্রথম আলোকে বলেন, রাত ৮টা ২০ মিনিটে অন্য একটি ইঞ্জিন এসে বিকল হয়ে পড়া ইঞ্জিন ও বগি টেনে নিয়ে যায়। বিকল হওয়া ইঞ্জিন ও ট্রেন বর্তমানে ভানুগাছ রেলওয়ে স্টেশনে রাখা হয়েছে।

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, পাথর আনার জন্য মালবাহী ট্রেনটি সিলেট যাওয়ার পথে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে ইঞ্জিন বিকল হয়ে আটকে যায়। ট্রেনটির কারণে বিভিন্ন রেলস্টেশনে অন্যান্য ট্রেন আটকা পড়ে। তখন রেল চলাচল স্বাভাবিক করতে কাজ করার কথা জানিয়েছিল রেলওয়ে কর্তৃপক্ষ।