হবিগঞ্জ জেলার মানচিত্র

হবিগঞ্জ শহরতলির রামপুর এলাকায় আজ রোববার সকালে এক ঘণ্টার ব্যবধানে দুই শিশুর আকস্মিক মৃত্যু হয়েছে। আলী নুর (৫) ও মোবারক (৪) নামের দুই শিশু সদর উপজেলার প্রতাপপুর-নোয়াগাঁও গ্রামের বাসিন্দা আক্তার মিয়ার সন্তান। ট্রাকচালক আক্তার মিয়া পরিবার নিয়ে হবিগঞ্জ শহরতলির রামপুর এলাকায় থাকেন।

চিকিৎসকদের ধারণা, খাদ্যে অজানা বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়ে থাকতে পারে।
পুলিশ ও নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে ঘুম থেকে উঠে আক্তার মিয়া ও তাঁর স্ত্রী দেখতে পান, তাঁদের দুই শিশুর মুখ দিয়ে ফেনা বের হচ্ছে। এ সময় জ্বালাপোড়ার যন্ত্রণায় শিশুরা কাতরাচ্ছিল। তাঁদের হবিগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট জেলা সদর হাসপাতালে নেওয়া হলে সকাল ১০টার দিকে চিকিৎসকেরা মোবারককে মৃত ঘোষণা করেন। এর এক ঘণ্টা পর শিশু আলী নুরের মৃত্যু হয়। পরপর দুই সন্তানকে হারিয়ে শোকে স্তব্ধ হয়ে গেছেন পরিবারের সদস্যরা।

হাসপাতালে চিকিৎসকেরা শিশুদের অভিভাবকদের কাছে জানতে চান, গত রাতে শিশুরা কী খাবার খেয়েছে। কিন্তু পরিবার স্পষ্ট করে কিছু বলতে পারেনি। পরে ঘটনাস্থলে পুলিশ যায়। পুলিশকে নিহত শিশুর বাবা আক্তার মিয়া বলেন, তাঁর ছেলেদের জিনে ধরেছে। জিনের আসরে এমনটি হয়েছে।

জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মমিন উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, এই দুই শিশুকে হাসপাতালে আনার এক ঘণ্টার ব্যবধানে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়। ধারণা করা হচ্ছে, বিষক্রিয়ায় তাদের মৃত্যু হয়েছে। হতে পারে সেটি খাবার থেকেও। তবে লাশের ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা যাবে না বলে জানান এই স্বাস্থ্য কর্মকর্তা।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মর্তুজা আলী প্রথম আলোকে বলেন, ‘জিনের আসরে শিশুদের মৃত্যু হয়েছে বলে যে দাবি তাদের অভিভাবক করেছেন, তা সঠিক নয়। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, খাদ্যে বিষক্রিয়ার কারণে এ মৃত্যু হয়ে থাকতে পারে। বিষয়টি পরিষ্কার করার জন্য এ দুই শিশুর লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পাশাপাশি পুলিশ আসল ঘটনা জানার চেষ্টা করছে।’