ঝিনাইদহে কাভার্ড ভ্যানের চাপায় শিশুসহ ৩ জন নিহত, আহত ৫

সড়ক দুর্ঘটনায় নিহতদের স্বজনদের আহাজারি
ছবি: প্রথম আলো

ঝিনাইদহের কাভার্ড ভ্যানের চাপায় শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আরও পাঁচজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে কালীগঞ্জ-কোটচাঁদপুর আঞ্চলিক মহাসড়কের কোটচাঁদপুর পৌর কলেজের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন ব্যাটারিচালিত ভ্যানের চালক ঘিঘাটি গ্রামের সলেমান আলী (৬২), কোটচাঁদপুর উপজেলার এলাঙ্গি গ্রামের তোরাব আলীর নাতি খুকুমণি (৭) ও একই এলাকার রুবেল হোসেনের ছেলে রাফান (২)। আহত ব্যক্তিদের মধ্যে রিমা খাতুন (২৫), শিউলি (৫০), আলামিন (৬৫) ও অজ্ঞাতনামা এক তরুণকে উন্নত চিকিৎসার জন্য যশোরে পাঠানো হয়েছে। এ ছাড়া কালীগঞ্জের বলিদাপাড়া গ্রামের আহত অন্তর হোসেন (২০) কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

আহত অন্তর ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্তর ও তাঁর সঙ্গে থাকা কয়েকজন একটি কাভার্ড ভ্যানে সার্জিক্যাল মালামাল নিয়ে কোটচাঁদপুর শহরের দিকে যাচ্ছিলেন। বেলা ১১টার দিকে কাভার্ড ভ্যানটি কাশিপুর পৌর ডিগ্রি কলেজ অতিক্রম করছিল। এ সময় যাত্রীবাহী ব্যাটারিচালিত একটি ভ্যান কোটচাঁদপুর থেকে কালীগঞ্জের দিকে যাচ্ছিল। ভ্যানটি একটি মাইক্রোবাসকে জায়গা দিতে গেলে ওই কাভার্ড ভ্যানের নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই ভ্যানের চালকসহ তিনজনের মৃত্যু হয়।

কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তারুণী পাশা বলেন, সড়ক দুর্ঘটনায় আহত পাঁচজনের  মধ্যে চারজনকে যশোরে স্থানান্তর করা হয়েছে। ওই চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানান তিনি।

কোটচাঁদপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঈন উদ্দিন জানান, দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।