গোপালগঞ্জে ট্রেনের ধাক্কায় স্কুলছাত্রী নিহত

ট্রেন দুর্ঘটনা
প্রতীকী ছবি

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় ট্রেনের ধাক্কায় মুন্নি খানম (১৫) নামের স্কুলছাত্রী নিহত হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে উপজেলার খায়েরহাট বেলতলা এলাকায় গোপালগঞ্জ-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মুন্নি খানম ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের পান্নু শেখের মেয়ে। সে স্থানীয় মালা শহীদ আসাদুজ্জামান উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী ছিল।

কাশিয়ানী থানার উপপরিদর্শক (এসআই) মো. কামরুজ্জামান খান বলেন, আজ সকালে প্রাইভেট পড়ার কথা বলে বাড়ি থেকে বের হয় মুন্নি খানম। এরপর খায়েরহাট বেলতলা এলাকায় গোপালগঞ্জ-রাজশাহী রেললাইনের পাশে ওই স্কুলছাত্রীর লাশ পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। সকালে গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মেয়েটি মারা যায়।

পুলিশের ওই কর্মকর্তা জানান, দুর্ঘটনার বিষয়টি রাজবাড়ী রেলওয়ে থানা-পুলিশকে জানানো হয়। রেলওয়ে পুলিশ এসে ময়নাতদন্তের জন্য লাশ গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।