ঝড়ের কবলে পড়া এমভি পূবালী–১ লঞ্চের নিরাপদে নদীর চরে নোঙর

কালবৈশাখীর কবলে পড়ে এমভি পূবালী-১ লঞ্চটি ঝালকাঠির আমুয়া এলাকায় বিষখালী নদীর চরে নোঙর করে। আজ বৃহস্পতিবার সন্ধ্যায়
ছবি: সংগৃহীত

বরগুনা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী এমভি পূবালী-১ লঞ্চটি আজ বৃহস্পতিবার কালবৈশাখীর কবলে পড়ে। পরে যাত্রীদের নিরাপত্তার জন্য ঝালকাঠির আমুয়া এলাকায় বিষখালী নদীর চরে লঞ্চটি নোঙর করা হয়। ঝড় থেমে গেলে পুনরায় লঞ্চটি বেতাগী ঘাট থেকে যাত্রী তুলে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

লঞ্চের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও একাধিক যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, এমভি পূবালী-১ লঞ্চটি বগুড়ার বামনা লঞ্চঘাট থেকে যাত্রী তুলে ঢাকার উদ্দেশে রওনা হলে আজ সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এটি ঝড়ের কবলে পড়ে। লঞ্চ কর্তৃপক্ষ যাত্রীদের নিরাপত্তার কথা চিন্তা করে ১০ মিনিটের মাথায় আমুয়ার একটি চরে থামে। এ সময় অনেক যাত্রী তাঁদের যাত্রা শেষ করেন। তবে ঝড়ের কবলে পড়ে লঞ্চের যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে নিরাপদ স্থান হিসেবে আমুয়াসংলগ্ন বিষখালী নদীর চরে লঞ্চটি নোঙর করে।

এবি রহমান নামের এক যাত্রী বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পূবালী লঞ্চটি বিষখালী নদীর মাঝে অবস্থান করছিল, এমন সময় হঠাৎ করে কালবৈশাখী শুরু হয়।

পূবালী লঞ্চের ঘাট সুপারভাইজার এনায়েত হোসেন প্রথম আলোকে বলেন, সন্ধ্যার দিকে বিষখালী নদীর মাঝে ঝড়ের কবলে পড়ে পূবালী লঞ্চটি। পরে যাত্রীদের নিরাপত্তার জন্য লঞ্চটি নদীর চরে নোঙর করা হয়। ঝড় থেমে গেলে বেতাগী ঘাট থেকে যাত্রী তুলে লঞ্চটি ঢাকার উদ্দেশে যাত্রা করেছে।