রামপাল বিদ্যুৎকেন্দ্রের তারসহ আটক তিন তরুণ
বাগেরহাটের রামপাল কয়লাভিত্তিক তাপবিদ্যুৎকেন্দ্রের চোরাই তামার তারসহ তিন তরুণকে আটক করেছে খুলনা-৩ আনসার ব্যাটালিয়ন। গতকাল বুধবার গভীর রাতে বিদ্যুৎকেন্দ্রের প্রধান ফটক থেকে ৯ কেজি তারসহ তাঁদের আটক করা হয়।
আটক তিনজন হলেন খুলনা শহরের জিরো পয়েন্ট এলাকার মামুন আকন (২৩), বিল্লাল শেখ (২০) ও বাগেরহাটের রামপাল উপজেলা সদরের রামপাল গ্রামের ইমরান শেখ (২১)।
খুলনা-৩ আনসার ব্যাটালিয়নের অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, পাঁচ দিন আগে এক ঠিকাদারের মাধ্যমে নির্মাণশ্রমিক হিসেবে ওই তিনজন বিদ্যুৎকেন্দ্রে কাজে ঢোকেন। সেখানে নির্মাণাধীন কেন্দ্রের দ্বিতীয় ইউনিটের শ্রমিকদের সঙ্গে থাকছিলেন তাঁরা। গতকাল গভীর রাতে কেন্দ্র থেকে চুরি করা তামার তার নিয়ে বাইরে যাওয়ার সময় প্রধান ফটক থেকে তিন তরুণকে আটক করা হয়। পরে তাঁদের রামপাল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। উদ্ধার করা হয়েছে মালামাল।