গাজীপুরে বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে গাজীপুর মহানগরীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভে নেমেছেন একটি পোশাক কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার সকাল থেকে বাসন এলাকায় বিক্ষোভ শুরু হয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত (বেলা সাড়ে ১১টা) চলছিল।
কারখানার শ্রমিক ও স্থানীয় বাসিন্দারা বলেন, গাজীপুর মহানগরীর বাসন সড়ক এলাকায় টিএনজেড অ্যাপারেলস লিমিটেড কারখানার শ্রমিকেরা কর্তৃপক্ষের কাছে গত জুলাই মাসের বেতনের চেয়ে আসছিলেন। এ দাবিতে আজ সকাল সাড়ে আটটা থেকে তাঁরা কারখানায় বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে শ্রমিকেরা উত্তেজিত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা–ময়মনসিংহ মহাসড়ক অবস্থান নেন। অবরোধ করলে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয় দিকে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়। সড়কে যানজটে আটকা পড়ে সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
বিক্ষোভকারী শ্রমিকেরা জানান, টিএনজেড গ্রুপে প্রায় তিন হাজার শ্রমিক কাজ করছেন। কারখানার সব শ্রমিকের জুলাই মাসের বেতন গতকাল বুধবার পরিশোধ করার কথা থাকলেও তা না করায় তাঁরা আন্দোলন শুরু করেছেন।
মহাসড়ক ছাড়তে শ্রমিকদের বোঝানোর চেষ্টা চলছে বলে জানান গাজীপুর শিল্প পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান আহাম্মেদ। আজ সকালে তিনি প্রথম আলোকে বলেন, ‘কোনো কথাই শুনতে চাইছেন না তাঁরা। এখানে সেনাবাহিনী সদস্যরাও এসেছেন। তাঁদের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের চেষ্টা করা হচ্ছে।’