মির্জাগঞ্জে ডাকাত আতঙ্ক, পাহারা দিয়ে রাত কাটালেন এলাকাবাসী
পটুয়াখালীর মির্জাগঞ্জে ছড়িয়ে পড়েছে ডাকাত আতঙ্ক। গতকাল শনিবার রাতে বিভিন্ন এলাকায় মসজিদের মাইকে সতর্কবার্তা প্রচার ও পাহারা দিয়ে নির্ঘুম রাত কাটিয়েছেন এলাকাবাসী। পুলিশ ছিল সতর্ক অবস্থানে। তবে কোথাও কোনো ডাকাতি কিংবা চুরির খবর জানা যায়নি।
স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল দিবাগত রাত একটার দিকে পশ্চিম সুবিদখালী গ্রামে ডাকাতদের উপস্থিতি টের পেয়ে এলাকাবাসী ডাকচিৎকার দেন এবং মসজিদের মাইকে প্রচার করে সবাইকে সতর্ক করেন। পরে মির্জাগঞ্জ ইউনিয়নে মানসুরাবাদ, পিঁপড়াখালী, কলাগাছিয়া, ভিকাখালী, কপালভেড়া, মাধবখালী ইউনিয়নের চৈতা, রামপুর, কিছমত শ্রীনগর, আমড়াগাছিয়া ইউনিয়নের দক্ষিণ আমড়াগাছিয়া গ্রামে ডাকাতের আতঙ্ক ছড়িয়ে পড়লে মসজিদের মাইক ব্যবহার করে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়। যে যাঁর মতো করে ফেসবুক থেকে ডাকাতদের বিষয়ে সতর্কবার্তা দেন। এতে আরও আতঙ্কিত হয়ে পড়েন সংশ্লিষ্ট এলাকার মানুষজন।
পশ্চিম সুবিদখালী গ্রামের বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, ‘গত ৫ আগস্ট–পরবর্তী মির্জাগঞ্জ উপজেলায় চুরি–ডাকাতি বেড়েছে। সম্প্রতি মাধবখালী ইউনিয়নে এক বিএনপি নেতার বাড়িতে ডাকাতি হয়েছে। তা ছাড়া প্রায় রাতেই গরু, ছাগল, অটোরিকশা, রিকশার ব্যাটারি চুরিসহ বিভিন্ন বাড়িতে চুরির ঘটনা ঘটছে। তাই রাত হলেই সবাই আতঙ্কে থাকেন। গত রাতে ডাকাত আতঙ্কে ঘুমাতে পারিনি।’
মির্জাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হাওলাদার বলেন, বিভিন্ন এলাকায় ডাকাত আতঙ্ক শুনে রাতভর টহল জোরদার করা হয়েছিল। সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছিল। তবে কোথাও কোনো ডাকাতির খবর পাওয়া যায়নি। কয়েক দিন আগে ডাকাতির চেষ্টা করার সময় একজন ডাকাতকে আটক করে জেলহাজতে পাঠানো হয়েছে।