সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

রাজশাহী নগরের চোদ্দপাই এলাকায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক নারী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও একজন। গতকাল শুক্রবার সন্ধ্যার পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস স্টাডিজ (আইবিএ) ভবনের সামনে ঢাকা-রাজশাহী মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নারীর নাম নাসরিন আক্তার (৪০)। দুর্ঘটনায় তাঁর স্বামী আবু তালেব (৪৫) আহত হয়ে হাসপাতালে ভর্তি আছেন। তাঁদের বাড়ি দুর্গাপুর উপজেলার চৌবাড়িয়া এলাকায়। স্বামী-স্ত্রী রাজশাহী নগর থেকে গ্রামের বাড়ি দুর্গাপুরে ফিরছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোটরসাইকেলটি রাজশাহী থেকে পুঠিয়ার দিকে যাচ্ছিল। গতকাল সন্ধ্যা সাতটার কিছু পর বিপরীত দিক থেকে আসা একতা পরিবহনের বাস মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা স্বামী–স্ত্রী আহত হন। তাঁদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে নাসরিন আক্তারকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত তালেব হাসপাতালের ৮ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন।

নগরের মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া হলে একজন মারা যান। এ ঘটনায় মামলা হবে।