বাবাকে দাফন করে ছেলের লাশ নিয়ে ফিরছেন ব্যাংক কর্মকর্তা সফুরা
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় পঞ্চগড়ের বাসিন্দা সফিকুল ইসলামের (৭১)। তাঁর লাশ নিয়ে পরিবারের সদস্যদের সঙ্গে গ্রামের বাড়িতে এসেছিলেন ঢাকার মোহাম্মদপুর এলাকায় বসবাসকারী ব্যাংক কর্মকর্তা মেয়ে সফুরা আক্তার। রোববার দুপুরে দাফন হয়। এক দিন পরই আজ সোমবার দুপুরে নদীতে গোসলে নেমে পানিতে ডুবে মারা গেল সফুরা আক্তারের ছোট ছেলে তাওসিফ আল মাহমুদ (১৬)।
ঘটনাটি ঘটেছে পঞ্চগড় সদর উপজেলার সদর ইউনিয়নের বোদা পাড়া এলাকায়। একই ইউনিয়নের সন্যাসীপাড়া এলাকায় তালমা নদীতে গোসল করতে নেমে মৃত্যু হয় তাওসিফের। এ ঘটনায় পানিতে ডুবে গুরুতর অসুস্থ হয়েছেন তাওসিফের খালাতো ভাই শিহাবুল বাশার (২৪)। তাঁর বাড়ি লালমনিরহাটে।
তাওসিফ আল মাহমুদ ঢাকার মোহাম্মদপুর নুরজাহান রোড এলাকার প্রকৌশলী আবদুর রহিম ও ব্যাংক কর্মকর্তা সফুরা আক্তারের ছোট ছেলে। সে মোহাম্মদপুরের ফয়জুর রহমান আইডিয়াল ইনস্টিটিউট থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে বলে জানা গেছে।
পরিবারের সদস্য ও স্থানীয় লোকজনের বরাত দিয়ে পঞ্চগড় সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আল ইমরান খান বলেন, বোদাপাড়া এলাকার বাসিন্দা সফিকুল ইসলাম গত শনিবার (ঈদের দিন) দুপুরে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে মারা গিয়েছিলেন। তাঁর বড় মেয়ে সফুরা আক্তারের বাড়ি ঢাকার মোহাম্মদপুরে। বড় মেয়ের পরিবারের সদস্যরাই সফিকুল ইসলামের লাশ গ্রামের বাড়িতে এনেছিলেন। রোববার দুপুরে বোদাপাড়া-দ্বারিয়াপাড়া এলাকায় পারিবারিক কবরস্থানে দাফনও করা হয়েছে।
ইউপি চেয়ারম্যান বলেন, সোমবার দুপুরে সফিকুল ইসলামের নাতি-নাতনিরা মিলে সন্যাসীপাড়া এলাকা–সংলগ্ন তালমা নদীতে গোসল করতে যায়। এ সময় সাঁতার না জানা দুজন নদীর গভীর পানিতে তলিয়ে গেলে অন্যরা চিৎকার শুরু করে। তাদের চিৎকারে স্থানীয় লোকজন এসে ডুবে যাওয়া দুজনকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাওসিফ আল মাহমুদকে মৃত ঘোষণা করেন। এ সময় অবস্থার অবনতি হওয়ায় গুরুতর অসুস্থ শিহাবুল বাশারকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
সফুরা বেগমের চাচাতো ভাই কলেজশিক্ষক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘নানাবাড়িতে তাওসিফের জানাজা শেষে তার লাশ ঢাকায় নিয়ে যাওয়া হবে। এর জন্য প্রস্তুতি চলছে। আমার বোন সফুরা ওর বাবার লাশ নিয়ে এল দাফন করতে, এখন ছেলের লাশ নিয়ে বাড়ি ফিরবে—এর চেয়ে কষ্টকর আর কী হতে পারে?’
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল্লাহ হিল জামান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা করা হয়েছে।