আনন্দ-উচ্ছ্বাসে জামালপুরে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান শুরু

জামালপুরে চলছে এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা। ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এর আয়োজন করেছে প্রথম আলো
ছবি: প্রথম আলো

শীতের সকালে গ্রাম আর শহরের বিভিন্ন প্রান্ত থেকে জামালপুর শহরের লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্কে ছুটে আসা হাজারো শিক্ষার্থী মেতে উঠেছে আনন্দ-উচ্ছ্বাসে। তারা সবাই এসেছে প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে।

সকাল সাড়ে সাতটার মধ্যে সরিষাবাড়ী থেকে এসেছে লায়লাতুল। তার মতো অনেকেই সাড়ে সাতটার মধ্যে অনুষ্ঠানস্থলের গেটে হাজির হয়। সে বলে, ‘এই অনুষ্ঠানে যোগ দিতে, রাত থেকে ঘুম নেই। কখন সকাল হবে, আর কখন যাব! ভোরবেলায় যখন বাসা থেকে বের হয়েছি, তখন কোনো যানবাহন ছিল না। অনেকটা পথ হেঁটে, তারপর ইজিবাইকে করে এসেছি। এখানে এসে খুব ভালো লাগছে।’

আজ বুধবার সকাল আটটায় উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে কৃতী শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠান। দিনের শুরুতেই শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে এসে নির্দিষ্ট বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সার্টিফিকেট, ক্রেস্ট ও স্ন্যাক্স বক্স সংগ্রহ করে। এরপর জামালপুর বন্ধুসভার সদস্যদের অংশগ্রহণে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

সারা দেশের ৬৪টি জেলায় প্রথম আলোর আয়োজনে ও শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’র পৃষ্ঠপোষকতায় জিপিএ-৫ উৎসব অনুষ্ঠিত হচ্ছে। এ আয়োজনে সহযোগিতা করছে ফ্রেশ, এটিএন বাংলা ও প্রথম আলো বন্ধুসভা। জামালপুর বন্ধুসভার কানিজ ফাতেমা তায়েবা ও তৌহিদুল যুবরাজের যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন প্রথম আলোর জামালপুর প্রতিনিধি আবদুল আজিজ।

অনুষ্ঠানে উপস্থিত আছেন সরকারি আশেক মাহমুদ কলেজের সাবেক অধ্যক্ষ ও শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মুজাহিদ বিল্লাহ ফারুকী, সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ হারুন অর রশিদ, জামালপুরের পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, সরকারি আশেক মাহমুদ কলেজের সহযোগী অধ্যাপক মো. আবদুল হাই আলহাদী ও সহযোগী অধ্যাপক মোহাম্মদ মনোয়ার হোসেন, সরকারি জাহেদা সফির মহিলা কলেজের প্রভাষক মো. মোজাহিদুর রহমান, জামালপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের সহকারী শিক্ষক হিশাম আল মহান্নাভ ও প্রথম আলোর উপসম্পাদক লাজ্জাত এনাব মহছি।

দিনের শুরুতেই শিক্ষার্থীরা অনুষ্ঠানস্থলে এসে নির্দিষ্ট বুথের সামনে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে সার্টিফিকেট, ক্রেস্ট ও স্ন্যাক্স বক্স সংগ্রহ করে।
ছবি: প্রথম আলো

আয়োজনের ফাঁকে ফাঁকে থাকবে কৃতী শিক্ষার্থী ও জামালপুর বন্ধুসভার সদ্যদের অংশগ্রহণে গান, নৃত্য, কবিতা ও নাটক। এ ছাড়া বন্ধুসভার সদস্য ও স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে থাকবে সাংস্কৃতিক পরিবেশনা। দিনব্যাপী সংবর্ধনায় শিক্ষার্থীদের জন্য থাকছে প্রথম আলো ই-পেপার (এক মাস) ও অনলাইন ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির (১৫ দিন) ফ্রি সাবস্ক্রিপশন এবং শিখোর সৌজন্যে বিনা মূল্যে কোর্স।