রাঙ্গুনিয়ায় ১৬ দিন ধরে খোঁজ মিলছে না প্রবাসীর
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ১৬ দিন ধরে খোঁজ মিলছে না এক প্রবাসীর। তাঁর নাম মো. নাছের উদ্দিন (৪০)। তিনি উপজেলার মরিয়মনগর ইউনিয়নের মাইজপাড়া গ্রামের আবুল কাশেম চৌধুরীর ছেলে।
নাছের উদ্দিন আত্মগোপন করেছেন নাকি নিখোঁজ নাকি তাঁকে অপহরণ করা হয়েছে, তা জানেন না স্বজনদের কেউই। এ ঘটনায় গতকাল বুধবার রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন নাছেরের মা ছকিনা বেগম।
নিখোঁজের পর থেকে তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, আড়াই মাস আগে সংযুক্ত আরব আমিরাত থেকে দেশে আসেন নাছের। ৮ নভেম্বর দুপুরে বাসা থেকে বের হওয়ার পর আর ফিরে আসেননি তিনি। সম্ভাব্য সব স্থানে খোঁজ নিয়েও তাঁকে পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকে তাঁর ব্যবহৃত মুঠোফোনটিও বন্ধ পাওয়া যাচ্ছে।
নাছেরের ছোট ভাই মো. মনছুর আলী বলেন, ‘আমার ভাই তাঁর স্ত্রীর বোনের স্বামীর কাছে পাওনা টাকা নিতে ঘর থেকে বের হয়েছিলেন। এর পর থেকে তাঁর আর খোঁজ পাওয়া যায়নি।’
এ ব্যাপারে জানতে চাইলে রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) খান নুরুল ইসলাম বলেন, ‘প্রবাসী নাছের নিখোঁজ হয়েছেন নাকি তাঁকে অপহরণ করা হয়েছে, আমরা তদন্ত করছি। তাঁকে উদ্ধারের চেষ্টা চলছে।’