ঝিনাইদহ শহরে একই সময়ে দুই প্রার্থী সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি

ঝিনাইদহ জেলার মানচিত্র

ঝিনাইদহ শহরের ওয়াজির আলী স্কুল মাঠ ও পানি উন্নয়ন বোর্ড মাঠে একই সময়ে আওয়ামী লীগের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী সমাবেশ ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম।

জেলা প্রশাসন সূত্রে জানা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে আজ বিকেলে ঝিনাইদহ-২ (সদর ও হরিণাকুণ্ডু) আসনের স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকের নাসের শাহরিয়ার জাহেদী শহরের ওয়াজির আলী স্কুল মাঠসহ বিভিন্ন ওয়ার্ডে নির্বাচনী সভা আহ্বান করেন।

একই সময়ে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠে নির্বাচনী জনসভা আহ্বান করেন নৌকা প্রতীকের প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকী। এতে শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির শঙ্কা দেখা দেয়। ফলে ১৪৪ ধারা জারি করে তাঁদের সভা, সমাবেশ, মিছিল ও মিটিং নিষিদ্ধ করা হয়েছে।

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগণের জানমালের নিরাপত্তা রক্ষায় ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে জানিয়েছেন ঝিনাইদহ জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা এস এম রফিকুল ইসলাম।

এ আসনে অন্য প্রার্থীরা হলেন ফজলুল কবির (মশাল), নাসির উদ্দীন (ডাব), মাহফুজুর রহমান (লাঙ্গল), জামরুল (সোনালী আঁশ), নজরুল ইসলাম (একতারা) ও শরীফ মোহাম্মদ বদরুল হায়দার (ছড়ি)।