রাঙামাটিতে তৃতীয় লিঙ্গের একজনের গলাকাটা লাশ উদ্ধার

নিহত শিলাছবি: সংগৃহীত

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ইউনিয়নে তৃতীয় লিঙ্গের একজনের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম শিলা। তাঁর বাড়ি চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় হলেও তিনি রাঙামাটির বেতবুনিয়ায় একটি ভাড়া বাসায় থাকতেন। গতকাল সোমবার সন্ধ্যার দিকে বাসা থেকে তাঁর লাশ উদ্ধার হয়।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত রোববার রাত ১১টার দিকে ৫ জন লোক শিলার বাসায় আসেন। পরে ওই ব্যক্তিরা চলে গেলেও সারা দিন শিলার কোনো সাড়া পাওয়া যাচ্ছিল না। তাই একজন প্রতিবেশী গতকাল সন্ধ্যায় স্থানীয় বাসিন্দাদের নিয়ে দরজা খুলে দেখতে পান শিলার গলাকাটা লাশ বিছানায় পড়ে আছে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, শিলার পেটেও ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। রোববার রাতের কোনো এক সময়ে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। লাশটি আজ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হবে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।