নোয়াখালীতে ট্রাক-অটোরিকশার সংঘর্ষে নিহত ৩

নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজারে ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর খালের পানিতে পড়ে দুমড়ে-মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা। আজ শনিবার দুপুরে তোলা
ছবি: প্রথম আলো।

লক্ষ্মীপুর-নোয়াখালী সড়কে পণ্যবাহী ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনায় তিনজন নিহত হয়েছেন। আজ শনিবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ব বাজারের বুড়াহুজুর জামে মসজিদের পাশে এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে বেলা ১১টার দিকে বেগমগঞ্জের চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের কর্মীদের সহায়তায় হাইওয়ে থানা-পুলিশ তিনটি লাশ উদ্ধার করে। নিহত ব্যক্তিরা হলেন লক্ষ্মীপুর সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মো. রহমত উল্যাহ ভূঁইয়া (৬৫), সেনাবাহিনীর বেসামরিক সদস্য ফজলুল করিম (৫০) ও অটোরিকশার চালক লক্ষ্মীপুরের আমানিয়া গ্রামের মো. আলাউদ্দিন (৪৫)।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, আজ ভোরে বেগমগঞ্জের চৌমুহনী থেকে লক্ষ্মীপুরের দিকে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সঙ্গে একটি পণ্যবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ট্রাক ও অটোরিকশা সড়কের পাশের খালের পানিতে পড়ে আংশিক ডুবে যায়।

পরে চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গেলেও লোকবলের অভাবে তারা গাড়ি দুইটি উদ্ধার করতে পারেনি। বেলা ১১টার দিকে স্থানীয় কয়েকজন যুবক খালে নেমে পানিতে ডুবে থাকা অটোরিকশার ভেতর লাশ আঁচ করতে পেরে চিৎকার দেন। পরে চৌমুহনী দমকল বাহিনীর কর্মীরা এসে তিনটি লাশ উদ্ধার করেন। আজ বেলা একটায় শেষ খবর পাওয়া পর্যন্ত, গাড়ি দুটি এখনো খালের পানিতে ডুবে আছে।

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন প্রথম আলোকে বলেন, উদ্ধার করা লাশ তিনটি হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে রয়েছে। ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।