পরে জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদী আহমেদ এবং সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য সোহরাব উদ্দিন নেতা–কর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে মানববন্ধন শুরু করেন।
সোহরাব উদ্দীন বলেন, ‘পুলিশ দিয়ে শান্তিপূর্ণ মানববন্ধন করতে বাধা দেওয়া হয়েছে। আজ আমরা জনগণের দাবি নিয়ে সড়কে দাঁড়াতে গিয়েছি, কিন্তু এই জালেম ফ্যাসিবাদী সরকার জনগণের দাবি মানে না। তারা জনগণকে কষ্টে রাখে। এভাবে আর বাধা দিতে পারবে না। যত বাধা আসবে, বিএনপি তত শক্তিশালী হবে। জনগণের কষ্ট দূর করতে বিএনপি আরও শক্তি নিয়ে মাঠে থাকবে।’
মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি বশিরুল আলম, কুতুব উদ্দিন আহম্মেদ, সৈয়দ আমজাদ আলী, যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন সরকার, মিরাজুল ইসলাম, আবদুর রাজ্জাক, মহিউদ্দিন চৌধুরী, কুমারখালী উপজেলা বিএনপির সদস্যসচিব শাতিল মাহমুদ, মিরপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রহমত আলী, খোকসা পৌর বিএনপির সাধারণ সম্পাদক নাফিজ আহম্মেদ, মিরপুর পৌর বিএনপির সভাপতি আবদুর রশিদ, ভেড়ামারা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জানবার হোসেন প্রমুখ।
বিএনপির অভিযোগ প্রসঙ্গে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খান বলেন, মানববন্ধনে কোনো বাধা দেওয়া হয়নি। বিএনপি শান্তিপূর্ণভাবেই তাদের কার্যালয়ের সামনে মানববন্ধন করেছে। সড়কে জনগণের চলাচলে বিঘ্ন হতে পারে, এ জন্য তারা নিজেরাই তাদের কার্যালয়ের সামনে কর্মসূচি পালন করেছে।