সম্মেলন মঞ্চে সংসদ সদস্যের সঙ্গে তর্ক, আ.লীগ নেতাকে মারধরের অভিযোগ

কক্সবাজার জেলার মানচিত্র

কক্সবাজারের চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনে সংসদ সদস্য জাফর আলমের অনুসারীদের বিরুদ্ধে এক নেতাকে পেটানোর অভিযোগ উঠেছে। আজ রোববার দুপুর সাড়ে ১২টায় পৌর এলাকার একটি কমিউনিটি সেন্টারে সম্মেলন চলাকালে মঞ্চে এ ঘটনা ঘটে।

মারধরের শিকার আওয়ামী লীগের নেতার নাম মোহাম্মদ আলমগীর। তিনি চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য।

প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা গেছে, পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনে কারা কারা বক্তব্য দেবেন, তার একটি তালিকা করা হয়। এই তালিকায় মোহাম্মদ আলমগীরের নামও ছিল। পরে তাঁর নাম কেটে দেওয়ায় তিনি মঞ্চে উপস্থিত সংসদ সদস্য জাফর আলমের কাছে কৈফিয়ত চান। এ সময় দুজনের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে সংসদ সদস্য জাফর আলমের অনুসারীরা আলমগীরকে চড়থাপ্পড় ও ধাক্কা দেন। পরে অন্যরা এসে আলমগীরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

মোহাম্মদ আলমগীর প্রথম আলোকে বলেন, ‘বক্তার তালিকা থেকে আমার নাম কেটে দেওয়ার বিষয়ে সংসদ সদস্য জাফর আলমের কাছে জানতে চাই। এ সময় তিনি আমার মাকে নিয়ে গালাগাল করলে তাঁর সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি আমাকে থাপ্পড় মারেন। এরপর তাঁর গুন্ডা বাহিনী এসে আমাকে বেধড়ক মারধর করে মাটিতে ফেলে দেয়।’ জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক রনজিত দাশ ও সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান তখন মঞ্চে উপস্থিত থাকলেও তাঁরা কোনো প্রতিবাদ করেননি বলে অভিযোগ আলমগীরের।

মারধরের বিষয়ে সংসদ সদস্য জাফর আলমের বক্তব্য পাওয়া যায়নি। তবে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত দাশ বলেন, দলের একজন নেতা বক্তব্য দেওয়া নিয়ে সংসদ সদস্য জাফর আলমের সঙ্গে বাড়াবাড়ি করেছেন। নেতা-কর্মীরা পরে তাঁকে সরিয়ে দিয়েছেন। এ সময় কোনো মারধরের ঘটনা ঘটেনি।

চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক সিরাজুল মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী, সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, স্থানীয় সংসদ সদস্য জাফর আলম, জেলা আওয়ামী লীগের সহসভাপতি রেজাউল করিম, যুগ্ম সাধারণ সম্পাদক রনজিত দাশ, সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী।

এদিকে চকরিয়া পৌরসভা আওয়ামী লীগের সম্মেলনের পরে বেলা তিনটায় চকরিয়া আবাসিক মহিলা কলেজে কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। সেখানে প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে জাহেদুল ইসলাম ও সাধারণ সম্পাদক পদে আলমগীর হোছাইন নির্বাচিত হন। জাহেদুল ইসলাম আগের কমিটির সভাপতি ছিলেন।