ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কে যানবাহনের চাপ
ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়কের টাঙ্গাইল অংশে যানবাহনের চাপ স্বাভাবিকের চেয়ে অনেক বেশি। তবে কোথাও যানজট নেই। তবে গতকাল শুক্রবার রাতে সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়কে যানজট হয়েছিল। সেই জট সকালেই নিরসন হয়। তারপর সারা দিন কোথাও যানজট হয়নি।
যানজট এড়াতে বঙ্গবন্ধু সেতুর পূর্ব প্রান্তের সংযোগ সড়ক একমুখী (ওয়ানওয়ে) করে দেওয়া হয়েছে। এতে ঢাকা থেকে ছেড়ে আসা যানবাহনগুলো চার লেনের সড়কের সুবিধা নিয়ে সেতু পর্যন্ত যেতে পারছে। অন্যদিকে উত্তরবঙ্গ থেকে যানবাহন সেতু পার হওয়ার পর ভূঞাপুর হয়ে বিকল্প রাস্তায় এলেঙ্গা পর্যন্ত চলাচলের ব্যবস্থা করা হয়েছে।
সন্ধ্যা সাতটার দিকে টাঙ্গাইল শহর বাইপাস এলাকায় গিয়ে দেখা যায়, শুধু দূরপাল্লার বাস নয়, ট্রাক, পিকআপ ভ্যানে করে মানুষ ছুটছে গন্তব্যে। টাঙ্গাইলের ট্রাফিক পরিদর্শক রফিকুল ইসলাম সরকার জানান, যানবাহনের চাপ বাড়লেও সকালের পর আর যানজট হয়নি। মানুষ যাতে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পারে, সে জন্য পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।
বঙ্গবন্ধু সেতুর টোল প্লাজা সূত্র জানায়, বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার রাত ১২টা পর্যন্ত সেতু দিয়ে ৫৩ হাজার ৭০৮টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৮০ লাখ ৬৩ হাজার ৪০০ টাকা, যা সেতু চালু হওয়ার পর এক দিনে সর্বোচ্চ টোল আদায়ের রেকর্ড।