বান্দরবানের বগালেকপাড়া থেকে পর্যটন ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার

বগালেক
ফাইল ছবি

বান্দরবানে রুমা উপজেলায় একটি পাহাড়ের ঝিরি থেকে লালরামচন ওরফে লারাম বম (৪৩) নামের এক পর্যটন ব্যবসায়ীর গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার বিকেলে উপজেলার বগালেকপাড়ার পূর্ব পাশে হারমনপাড়া এলাকা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।

পুলিশের ধারণা, অন্তত চার-পাঁচ দিন আগে ওই ব্যবসায়ীকে হত্যা করে লাশ ফেলে যায় দুর্বৃত্তরা। তবে নাম প্রকাশ না করার শর্তে বগালেকপাড়ার কয়েকজন বাসিন্দা জানান, কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সদস্যরা ওই ব্যবসায়ীকে ৫ ফেব্রুয়ারি ধরে নিয়ে গিয়েছিলেন। বগালেকপাড়ায় তাঁর কটেজ ও খাবারের দোকান আছে।

পাড়াবাসী ও জনপ্রতিনিধিরা জানান, রুমা উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার দূরে অবস্থিত বগালেক। লেকসংলগ্ন বগালেকপাড়ায় গত রোববার সন্ধ্যায় কেএনএফের সশস্ত্র একটি দল আসে। তারা লারাম বমসহ তাঁর পরিবারের পাঁচজনকে ধরে নিয়ে যায়। ওই দিন গভীর রাতে লারামের বাবা, স্ত্রীসহ চারজন ফিরে এলেও লারামকে ছেড়ে দেওয়া হয়নি। এর পর থেকে লারামের হদিস মিলছিল না। পাড়াবাসী খোঁজাখুঁজি করে আজ হারমনপাড়া এলাকায় তাঁর লাশ খুঁজে পান।

কেন লারাম বমকে ধরে নিয়ে কেএনএফ হত্যা করেছে, এ ব্যাপারে কেউ প্রকাশ্যে কথা বলতে চাননি। নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন জনপ্রতিনিধি বলেন, লারাম বম আগে আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতি (জেএসএস) করতেন। তবে এখন কোনো দল করেন না। তিনি বিভিন্ন মহলে গোপনে তথ্য দেন, এই ধারণা থেকেই হয়তো কেএনএফ তাঁর ওপর ক্ষুব্ধ হতে পারে।

রুমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, এলাকার লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশের একটি দল হারমনপাড়া এলাকায় যায়। পাড়া থেকে কিছু দূরে একটি টিলার পাদদেশে ঝিরি থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। চার থেকে পাঁচ দিন আগে তাঁকে হত্যা করা হয়েছে। লাশ গলে যাওয়ায় কীভাবে তাঁকে হত্যা করা হয়েছে, সেটা বোঝা যাচ্ছে না। লাশ ময়নাতদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে।