৪ মাস পর উৎপাদনে ফিরল সিইউএফএল, গ্যাস–সংকটে আবারও বন্ধের শঙ্কা
যান্ত্রিক ত্রুটিতে অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন লেগে চার মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে রাষ্ট্রায়ত্ত চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা লিমিটেড (সিইউএফএল)। গতকাল বৃহস্পতিবার বিকেল থেকে চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কারখানাটিতে পুরোদমে ইউরিয়া ও অ্যামোনিয়া উৎপাদন শুরু হয়। তবে গ্যাস সরবরাহ কম থাকায় সার কারখানাটিতে উৎপাদন যেকোনো মুহূর্তে পুনরায় বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ।
গত বছরের ২২ নভেম্বর যান্ত্রিক ত্রুটির কারণে কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টে আগুন লাগে। এর পর থেকে কারখানাটিতে উৎপাদন বন্ধ ছিল।
সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান কারখানায় উৎপাদন শুরুর বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, সব মেরামত সম্পন্ন করে কারখানায় উৎপাদন শুরু হয়েছে। তবে কারখানা পুরোদমে চালাতে যতটুকু গ্যাসের প্রয়োজন, ততটুকু পাওয়া যাচ্ছে না। ন্যূনতম গ্যাসের সরবরাহ নিয়ে কারখানা চালু রয়েছে। ফলে উৎপাদনের ধারাবাহিকতা রক্ষা করা যায় কী না, তা নিয়ে আশঙ্কা রয়ে গেছে।
সিইউএফএল সূত্র জানায়, কারখানায় পুরোদমে উৎপাদনের জন্য দৈনিক ৪৮ থেকে ৫২ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন হয়। কিন্তু বর্তমানে সরবরাহ হচ্ছে মাত্র ৪২ মিলিয়ন ঘনফুট গ্যাস।
১৯৮৭ সালের ২৯ অক্টোবর জাপানের কারিগরি সহায়তায় কর্ণফুলী নদীর দক্ষিণ পারে আনোয়ারা উপজেলায় সার কারখানাটি প্রতিষ্ঠা করে সরকার। নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহ থাকলে কারখানাটিতে দৈনিক ১ হাজার মেট্রিক টন অ্যামোনিয়া এবং ১ হাজার ২০০ মেট্রিক টন ইউরিয়া উৎপাদনের সক্ষমতা রয়েছে।