‘সন্ত্রাসী কর্মকাণ্ড চালাতে’ মাদক বিক্রি, চট্টগ্রামে গ্রেপ্তার ১

চট্টগ্রামের সাতকানিয়া থেকে সাড়ে তিন কোটি টাকার আফিমসহ সুমন তঞ্চঙ্গা (২৮) নামের একজনকে গ্রেপ্তার করে র‌্যাব–৭
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সাতকানিয়া থেকে সাড়ে তিন কোটি টাকার আফিমসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তি নাম সুমন তঞ্চঙ্গা (২৮)। তাঁকে গতকাল রোববার রাতে সাতকানিয়ার  কেরানিহাট এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক গণমাধ্যম নুরুল আবসার আজ সোমবার প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আসামি পার্বত্য চট্টগ্রাম এলাকার একটি সন্ত্রাসী গোষ্ঠীর সদস্য। সংগঠনের কার্যক্রম চালানোর জন্য দীর্ঘদিন থেকে মাদক বিক্রির কথা স্বীকার করেন আসামি।

নুরুল আবসার আরও বলেন, আসামি বান্দরবান থেকে মাদক নিয়ে আসছে এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। পরে তার কাছ থেকে ৩ কেজি ৫৮ গ্রাম আফিম উদ্ধার হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। উদ্ধার হওয়া মাদকের মূল্য সাড়ে তিন কোটি টাকা।