পিরোজপুরের নেছারাবাদ উপজেলার আটঘর কুড়িয়ানা ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান শেখর কুমার সিকদার (৫৫) প্রতিপক্ষের হামলায় নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। আজ মঙ্গলবার সকালে এ হামলার ঘটনা ঘটে।
সাবেক ইউপি চেয়ারম্যানের পরিবারের অভিযোগ, আটঘর কুড়িয়ানা ইউপির বর্তমান চেয়ারম্যান মিঠুন হাওলাদার তাঁর লোকজনকে দিয়ে শেখর কুমারকে মারধর করেছেন। এতে শেখর কুমার মারা গেছেন। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বর্তমান চেয়ারম্যান। মারা যাওয়া শেখর কুমার সিকদার জেলা আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক ছিলেন।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকাল সাড়ে ১০টার দিকে শেখর কুমার সিকদার স্থানীয় কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে যাচ্ছিলেন। পথে কুড়িয়ার বাজারে একদল যুবক শেখর কুমার সিকদারের ওপর হামলা চালান। এতে তিনি আহত হন। পরে তাঁকে উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এ সময় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পিরোজপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মুকিত হাসান খান ঘটনাস্থল পরিদর্শন করেন। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শেখর কুমার সিকদারের ছোট ভাই শংকর কুমার সিকদার বলেন, কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের নিমন্ত্রণপত্রে আটঘর কুড়িয়ানা ইউপির চেয়ারম্যান মিঠুন হাওলাদারের নাম ওপরের দিকে লেখা হয়নি। এ ঘটনায় মিঠুন হাওলাদার ক্ষিপ্ত হয়ে আমার ভাইকে লোকজন নিয়ে মারধর করায় তিনি মারা যান।
নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজ কিবরিয়া বলেন, শেখর কুমার সিকদারকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক এ কথা তাঁর স্বজনদের জানানোর পরেও তাঁরা বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। শেখর কুমারের শরীরে কিলঘুষির আঘাত ছিল।
আটঘর কুড়িয়ানা ইউপির চেয়ারম্যান মিঠুন হাওলাদার বলেন, ‘আমি শেখর কুমার সিকদারের কাছে পাওনা টাকা চাইলে তিনি উত্তেজিত হন। এ সময় আমার লোকজনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হলে তিনি অসুস্থ হয়ে পড়েন। তাঁকে কোনো মারধর করা হয়নি।’
স্থানীয় লোকজন জানান, এ ঘটনার পর কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান বাতিল করা হয়। পাশাপাশি স্থানীয় বাজারের দোকানপাট বন্ধ হয়ে যায়। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম সরোয়ার বলেন, শেখর কুমার সিকদারকে হত্যার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।