ফেরার সময় ফেললেন জাল, উঠল ২ লাখ টাকা দামের মাছ

মাছটির কেজিপ্রতি দাম পড়েছে ৯ হাজার ৭৪৩ টাকা
ছবি: প্রথম আলো

বঙ্গোপসাগরে জেলেদের জালে ধরা পড়া একটি মাছ বিক্রি হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকায়। সাড়ে ১৯ কেজি ওজনের জাবা বোল মাছটি কিনেছেন বাগেরহাটের মাছ ব্যবসায়ী মো. অলিল খলিফা। আজ শুক্রবার সকালে বাগেরহাট শহরের দড়াটানা নদীতীরের মৎস্য অবতরণ কেন্দ্র কেবি বাজারের অনুপ কুমারের আড়তে মাছটি বিক্রি হয়। ১ লাখ ৯০ হাজার টাকা হিসাবে মাছটির প্রতি কেজির দাম ৯ হাজার ৭৪৩ টাকা।

গত বুধবার বরগুনার পাথরঘাটা এলাকার মাছ ব্যবসায়ী মো. মাসুমের ট্রলারের জেলেদের জালে মাছটি ধরা পড়ে। ওই ট্রলারের মাঝি জাফর হোসেন বলেন, আবহাওয়া খারাপ থাকায় সাগরে ইলিশ ধরা পড়ছিল না। ফিরে আসার সময় জাল ফেলি। এরপর ওঠানোর সময় দেখেন এই বোল মাছ। মাছটি অনেক দামি।

মাছটির ক্রেতা মো. অলিল খলিফা বলেন, জাবা বোল মাছের মণ ৫ লাখ টাকা। সে হিসাবে সাড়ে ১৯ কেজি ওজনের মাছটি তিনি ১ লাখ ৯০ হাজার টাকায় কিনেছেন। মাছটি বরফ দিয়ে পিরোজপুরের পারেরহাট নিয়ে, সেখান থেকে চট্টগ্রামে পাঠাবেন। এই মাছ থেকে ৫০ হাজার টাকা লাভ করতে পারবেন বলে আশা করেন তিনি।

বাগেরহাটের কেবি বাজার আড়তদার সমিতির সভাপতি শেখ আবেদ আলী বলেন, জাবা বোল মাছ খুব একটা পাওয়া যায় না। এই মাছের ঔষধি গুণ থাকায় দাম এত বেশি। মাছ ব্যবসায়ীদের কাছ থেকে ওষুধ উৎপাদন সংস্থাগুলো এই মাছ কিনে নেয়।