সাতক্ষীরায় ট্রাকের ধাক্কায় গৃহবধূ নিহত, আহত স্বামী হাসপাতালে

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা সদরে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী গৃহবধূ নিহত হয়েছেন। এতে আহত হয়ে ওই গৃহবধূর স্বামী হাসপাতালে চিকিৎসাধীন। আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে কালীগঞ্জ সরকারি কলেজ মোড়ে সাতক্ষীরা-শ্যামনগর আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম রেহানা খাতুন (২২)। তাঁর স্বামী আহত শেখ নয়ন (২৮)। তাঁদের বাড়ি শ্যামনগর উপজেলা সদরের আবাদচন্ডীপুর গ্রামে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শেখ নয়ন ও তাঁর স্ত্রী রেহানা খাতুন একটি মোটরসাইকেলে করে শ্যামনগর থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। পথে কালীগঞ্জ সরকারি কলেজ মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই রেহানা খাতুন মারা যান। গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন শেখ নয়নকে উদ্ধার করে শ্যামনগর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মামুন রহমান বলেন, নিহত রেহানার লাশ থানায় নিয়ে আসা হয়েছে। তাঁদের পরিবারের লোক এলে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।