শেরপুর সীমান্ত দিয়ে ১০ বাংলাদেশিকে ঠেলে পাঠাল বিএসএফ
শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পানিহাটা সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। আজ শুক্রবার সকাল ছয়টার দিকে উপজেলার পানিহাটা সীমান্তের ১ হাজার ১১৮ নম্বর পিলারের কাছ থেকে তাঁদের আটক করেন বিজিবি রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা।
আটক ব্যক্তিরা সবাই সাতক্ষীরার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের বাসিন্দা।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, দুই বছর আগে চিকিৎসার উদ্দেশ্যে অবৈধ পথে ভারতের দিল্লির ফরিদাবাদে যান তাঁরা। পরে তাঁরা শ্রমিক হিসেবে সেখানে কাজ শুরু করেন। সম্প্রতি স্থানীয় লোকজন তাঁদের ভারতীয় পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাঁদের বিএসএফের কাছে হস্তান্তর করে। পরে বিএসএফ আজ সকালে পানিহাটা সীমান্ত দিয়ে তাঁদের বাংলাদেশে পাঠিয়ে দেয়।
বিজিবি ৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ভারত থেকে ঠেলে পাঠানো ১০ জনকে বিজিবি আটক করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আটক ব্যক্তিদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।