আচরণবিধি ভেঙে আওয়ামী লীগের প্রার্থীর কর্মী সমাবেশ, ভূরিভোজ

নাটোরের গুরুদাসপুরে আওয়ামী লীগের কর্মী সভা। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী। বৃহস্পতিবার বিকেলে উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজেছবি: সংগৃহীত

নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারীর বিরুদ্ধে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে। প্রতীক বরাদ্দের আগেই গুরুদাসপুরের একটি ইউনিয়নে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। সিদ্দিকুর রহমান সেখানে প্রধান অতিথি ছিলেন।

বৃহস্পতিবার বিকেলে উপজেলার খুবজীপুর এম হক ডিগ্রি কলেজে ওই সমাবেশের আয়োজন করে খুবজীপুর ইউনিয়ন আওয়ামী লীগ। সমাবেশে খুবজীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ড ও ৫টি ভোটকেন্দ্র পরিচালনা কমিটির প্রায় ৭০০ কর্মীসহ দলের কর্মী-সমর্থকেরা উপস্থিত ছিলেন। সমাবেশে উপস্থিত কর্মীদের আপ্যায়নের জন্য একটি গরু জবাই করে ভূরিভোজ করানো হয়।

খুবজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শরীফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সামনে জাতীয় নির্বাচন। দলীয় প্রার্থীর পক্ষে নেতা-কর্মীদের সক্রিয় করা এবং ইউনিয়নের পাঁচটি ভোটকেন্দ্র পরিচালনা কমিটির সঙ্গে জড়িত নেতা-কর্মীদের দিকনির্দেশনা দিতে কর্মী সমাবেশের আয়োজন করা হয়। পাশাপাশি নৌকার প্রার্থীর পক্ষে জাগরণ তুলতে বিপুলসংখ্যক কর্মী-সমর্থককে আমন্ত্রণ জানানো হয়। তাঁদের আপ্যায়নের জন্যই গরু কিনে খিচুড়ির মিশ্রণে ভূরিভোজের আয়োজন করা হয়। ইউনিয়ন যুবলীগ কাজটি বাস্তবায়ন করেছে।

নির্বাচনে প্রতীক বরাদ্দের আগে যেকোনো ধরনের সভা-সমাবেশ আচরণবিধির পরিপন্থী। জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধিমালার ১২ ধারায় বলা হয়েছে, কোনো নিবন্ধিত রাজনৈতিক দল বা দলের মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাঁদের পক্ষে অন্য কোনো ব্যক্তি ভোট গ্রহণের নির্ধারিত দিনের তিন সপ্তাহ আগে কোনো ধরনের প্রচার শুরু করতে পারবেন না।

কর্মী সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী। তিনি প্রথম আলোকে বলেন, নির্বাচনের আগে কর্মীদের আপ্যায়নে বিধিভঙ্গ হলেও কর্মীদের জন্যই কাজটি করতে হয়েছে। কারণ, কর্মী সমাবেশটি ছিল দিনব্যাপী। বৃষ্টির কারণে অনুষ্ঠানটি সংক্ষিপ্ত করা হয়েছে। বিষয়টি মানবিকভাবে দেখার অনুরোধ করেন তিনি।

আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগের প্রার্থী সিদ্দিকুর রহমান পাটোয়ারী বলেন, বিষয়টি আয়োজক কমিটির। তিনি কেবল কর্মীদের দিকনির্দেশনা দিতে এসেছেন।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও গুরুদাসপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শ্রাবণী রায় বলেন, প্রতীক বরাদ্দের আগে যেকোনো ধরনের সমাবেশ ও কর্মীদের আপ্যায়ন নির্বাচনী আচরণবিধির পরিপন্থী। এ বিষয়ে খোঁজখবর নিয়ে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

খুবজীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. শরীফুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে আওয়ামী লীগ নেতা সরকার এমদাদুল হক মোহাম্মদ আলী গুরুদাসপুর পৌরসভার মেয়র শাহনেওয়াজ আলী, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মহসিন আলী, জেলা পরিষদের সদস্য মেহেদী হাসানসহ স্থানীয় নেতারা বক্তব্য দেন। সমাবেশে বক্তারা নৌকা প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে কাজ করার আহ্বান জানান।