নবাবগঞ্জে ‘হেভিওয়েট প্রার্থীকে’ হারিয়ে দিলেন বিএনপির বহিষ্কৃত নেত্রী
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে জয়ী হয়েছেন বিএনপি থেকে বহিষ্কৃত নেত্রী শাবানা খাতুন। তিনি ২ হাজার ১৯৭ হাজার ভোটের ব্যবধানে আওয়ামী লীগ নেত্রী ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগমকে পরাজিত করেছেন।
গতকাল বুধবার চতুর্থ ধাপে নবাবগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিনজন প্রার্থী ছিলেন।
শাবানা খাতুন নবাবগঞ্জ উপজেলা মহিলা দলের সভাপতি ছিলেন। এ ছাড়া, তিনি দিনাজপুর জেলা মহিলা দলের কোষাধ্যক্ষ ও জেলা বিএনপির সদস্য ছিলেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অমান্য করে উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেওয়ায় গত ২২ মে তাঁকে দল থেকে বহিষ্কার করা হয়। শাবানা খাতুন কলস প্রতীকে ২৩ হাজার ৪৫১ ভোট পেয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম বৈদ্যুতিক পাখা প্রতীকে ২১ হাজার ২৫৪ ভোট পেয়েছেন।
স্থানীয় ভোটাররা বলছেন, বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান পারুল বেগম ক্ষমতাসীন দলের নেত্রী। নির্বাচনে তিনি ছিলেন ‘হেভিওয়েট প্রার্থী’। সবাই ভেবেছিলেন তিনি সহজেই জয়ী হবেন। তবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে শাবানা খাতুন জয়ী হয়ে চমক সৃষ্টি করেছেন।
নবনির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান শাবানা খাতুন প্রথম আলোকে বলেন, ‘নির্বাচনে আমার জনপ্রিয়তা ও যোগ্যতা প্রমাণ করতে পেরেছি। ইতিপূর্বে আমি দুবার ইউপি সদস্য ছিলাম। উপজেলা পরিষদ নির্বাচনে ভোটাররা আমাকে ভালোবেসে ভোট দিয়েছেন; আমাকে সম্মানিত করেছেন। আমি তাঁদের মূল্যবান ভোটের মূল্যায়ন করতে চাই, বিপদে–আপদে তাঁদের পাশে থাকতে চাই।’
শাবানা খাতুন আরও বলেন, ‘বিএনপি থেকে আমাকে বহিষ্কার করা হলেও আমি তো বিএনপি ছাড়িনি। আমার বিশ্বাস, দল (বিএনপি) আমাকে ক্ষমা করে আবারও দলীয় পদে পুনর্বহাল করবে।’