কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণে সম্ভাব্যতা যাচাই শেষ, ভর্তি পরীক্ষা ২০ জুলাই

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস। বুধবার দুপুরেছবি: প্রথম আলো

কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণের জন্য সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) শেষ হয়েছে। সদর উপজেলার বেলগাছা ইউনিয়নের নালিয়ার দোলা এলাকায় ২৬০ একর জমি অধিগ্রহণের জন্য কাগজপত্র প্রস্তুত করা হয়েছে। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় পাসের পর জমি অধিগ্রহণের কাজ শুরু হবে।

এদিকে এবারই প্রথম কৃষি গুচ্ছ পরীক্ষার আওতায় কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম শুরু হচ্ছে। আগামী ২০ জুলাই গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম বছর কৃষি ও মৎস্যবিজ্ঞান অনুষদে ৪০ জন করে মোট ৮০ জন শিক্ষার্থীকে ভর্তি করা হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ কে এম জাকির হোসেন বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সেস ইউনিভার্সিটির সহ–উপাচার্য ও কৃষি গুচ্ছ কেন্দ্রীয় ভর্তি কমিটির সভাপতি অধ্যাপক এ এস এম লুৎফুল আহসান স্বাক্ষরিত ভর্তি বিজ্ঞপ্তি থেকে জানা যায়, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য অনলাইনে ২২ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। ভর্তি পরীক্ষা হবে ২০ জুলাই। সারা দেশে আটটি কেন্দ্রে একযোগে ওই ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ২০২১ সালের মন্ত্রিসভায় কণ্ঠভোটে কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় বিল পাস হলেও এখন পর্যন্ত জমি অধিগ্রহণ শুরু হয়নি। সম্প্রতি ২৫ এপ্রিল কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়ের জমি অধিগ্রহণসংক্রান্ত এক সভা অনুষ্ঠিত হয়। ইতিমধ্যে নালিয়ার দোলায় কৃষি বিশ্ববিদ্যালয় করতে সম্ভাব্যতা যাচাই  করা হয়েছে। জমি অধিগ্রহণের জন্য একনেকে বিল পাস হলেই সদর উপজেলার যতিনেরহাট-আমিন বাজার এলাকায় নালিয়ার দোলায় ২৬০ একর জমি অধিগ্রহণ করা হবে।

এদিকে প্রথম বছর গুচ্ছের আওতায় বিশ্ববিদ্যালয়ে দুই অনুষদে ৮০ জন শিক্ষার্থী ভর্তি করানো হবে। ২০ জুলাই ভর্তি পরীক্ষা হলেও ক্লাস শুরু হবে জানুয়ারি মাস থেকে। বিষয়টি মাথায় রেখে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষক নিয়োগের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে আবেদন করে। সেই নিয়োগের অনুমতি মিলেছে। এখন বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন শিক্ষক নিয়োগ দেওয়া হবে।

জমি অধিগ্রহণের জায়গা মনোনীত হলেও এখনো স্থায়ী ক্যাম্পাসের নির্মাণকাজ শুরু হয়নি। ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের পাঠদানের জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কুড়িগ্রাম শহরের টেক্সটাইল মোড় রেলগেট এলাকায় পাশাপাশি দুটি ভবনকে অস্থায়ী পাঠদানের জন্য নির্বাচন করেছে। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের লোক এসে দুই ভবনের মালিকের সঙ্গে চুক্তি করে গেছেন বলে উপাচার্য জানিয়েছেন।

উপাচার্য এ কে এম জাকির হোসেন প্রথম আলোকে বলেন, ২০২৩-২৪ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অনলাইনে ২২ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত আবেদনের সুযোগ থাকছে। পরীক্ষা হবে ২০ জুলাই। ফিজিবিলিটি স্টাডি শেষ হয়েছে। এখন জমি অধিগ্রহণের জন্য একনেকে প্রস্তাবনা পাঠানো হয়েছে। ইউজিসি জনবল নিয়োগসংক্রান্ত অনুমোদন দিয়েছে। দ্রুত বিজ্ঞপ্তি দিয়ে জনবল নিয়োগ করা হবে।