সড়ক দুর্ঘটনায় ডোমার পৌরসভার কাউন্সিলর নিহত

নীলফামারী জলঢাকা উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ডোমার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রুবেল ইসলাম
ছবি: সংগৃহীত

নীলফামারীর জলঢাকায় মোটরসাইকেল ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ডোমার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মো. রুবেল ইসলাম (৩৩) নিহত হয়েছেন। গতকাল সোমবার রাত ৯টার দিকে জলঢাকা-ডোমার সড়কের জলঢাকা উপজেলার ধর্মপাল ইউনিয়নের সোলেমানের চৌপুথী নামক স্থানে ওই দুর্ঘটনা ঘটে।

নিহত রুবেল ইসলাম ডোমার পৌরসভার চিকনমাটি মহল্লার মরহুম বাবলু রহমানের ছেলে এবং ডোমার পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিলেন।

পারিবারিক সূত্র ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা যায়, রুবেল তাঁর অসুস্থ শাশুড়িকে দেখতে রংপুর গিয়েছিলেন। শাশুড়িকে দেখে সন্ধ্যার পর রংপুর থেকে মোটরসাইকেলে ডোমারের দিকে রওনা হন তিনি। রাত ৯টার দিকে ডোমার থেকে জলঢাকাগামী একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে মোটরসাইকেলটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক রুবেল ঘটনাস্থলেই মারা যান। এ সময় ওই মোটরসাইকেলে থাকা অপর এক আরোহী আহত হন।

জলঢাকা থানার পরিদর্শক বিশ্বদেব রায় বলেন, রুবেল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে। ট্রাকটি নিয়ে চালক পালিয়ে গেছে। রাত সাড়ে ১২টার দিকে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হয়। এ ঘটনায় জলঢাকা থানায় মামলার প্রস্তুতি চলছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মাহমুদ উন নবী বলেন, আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ডোমার মহিলা ডিগ্রি কলেজ মাঠে জানাজা শেষে চিকনমাটির পারিবারিক কবরস্থানে রুবেল ইসলামের দাফন সম্পন্ন হয়।