দিনাজপুরে নারী হোটেলশ্রমিক খুন

খুন
প্রতীকী ছবি

দিনাজপুর শহরে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে জয়া বর্মণ (৩০) নামের এক নারী হোটেলশ্রমিক খুন হয়েছে। বুধবার সন্ধ্যা সাতটায় শহরের কালুরমোড় এলাকায় এ ঘটনা ঘটে।

এলাকার কয়েকজন বাসিন্দার সঙ্গে কথা বলে জানা গেছে, জয়া বর্মণ দিনাজপুর শহরের ফকিরপাড়া এলাকায় বসবাসকারী স্বপন রায়ের স্ত্রী। দিনাজপুরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় হোটেল সাউদিয়া নামের একটি খাওয়ার হোটেলে শ্রমিক হিসেবে কাজ করতেন জয়া। জয়া ও স্বপন দম্পতির প্রকৃত ঠিকানা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বনডাঙ্গা গ্রামে। স্বপন শহরে আবেদীন ট্রাক্টর শোরুমের নৈশপ্রহরী ও জয়া হোটেলে শ্রমিকের কাজ করায় শহরের ফকিরপাড়া এলাকায় বাড়িভাড়া নিয়ে বসবাস করেন তাঁরা।

ওই বাসিন্দারা আরও বলেন, বুধবার সন্ধ্যায় কাজের শেষে হোটেল থেকে কয়েক শ গজ দূরে কালুর মোড় চৌরাস্তা এলাকা থেকে ফকিরপাড়ার দিকে যাচ্ছিলেন জয়া। এ সময় অন্ধকারে দুর্বৃত্তরা তাঁকে প্রকাশ্যে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন। তাঁর চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যান। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

দিনাজপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শামীম হোসেন বলেন, পূর্বশত্রুতার জেরে এ ধরনের ঘটনা ঘটেছে। কারা এবং কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্ত করাসহ অপরাধী শনাক্ত করতে পুলিশ কাজ করছে। নিহত ব্যক্তির ঘাড়ে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।