পুকুরপাড়ে খেলছিল দুই বোন, কিছুক্ষণ পর ভেসে উঠল লাশ

পানিতে ডুবে মৃত্যুপ্রতীকী ছবি

নাটোরের সিংড়া উপজেলায় পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো-ফুফাতো বোন। শনিবার দুপুরে উপজেলার লালোর ইউনিয়নের ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো সিংড়ার ঢাকঢোর ডাঙ্গাপাড়া গ্রামের ফারুক হোসেনের মেয়ে ফারিয়া আক্তার (৭) ও তার মামাতো বোন নাটোর সদর উপজেলার তেবাড়িয়া গ্রামের সৌদিপ্রবাসী রায়হান আলীর মেয়ে ফাতেমা খাতুন (৭)।

সিংড়া থানা ও লালোর ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, ঈদে মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে ফারিয়া আক্তার। শনিবার দুপুরে সে মামাতো বোন ফাতেমা খাতুনের সঙ্গে নানার বাড়ির পাশের একটি পুকুরপাড়ে খেলছিল। সবার অগোচরে তারা ওই পুকুরে গোসল করতে নামে। তারা বাড়িতে না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে দুপুর ১২টার দিকে ওই পুকুরে তাদের লাশ ভেসে ওঠে। বিকেলে তাদের দাফন করা হয়।

সমবয়সী দুই বোনের মৃত্যুতে পরিবারসহ গোটা গ্রামে শোকের ছায়া নেমে আসে। অগণিত মানুষ তাদের দেখতে আসে। লালোর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক দুই বোনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ঈদে বেড়াতে এসে একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে আমরা শোকাহত। স্বজনদের চোখের আড়ালে শিশু দুটি পুকুরে নেমে গোসল করতে গিয়ে মারা যায়।’

ফারিয়া আক্তারের বাবা ফারুক হোসেন বলেন, ওরা দুজনই পুকুরপাড়ে খেলা করছিল। তারা গোসল করতে পুকুরে নামবে, তা কেউ ভাবতে পারেননি।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, কারও কোনো অভিযোগ না থাকায় ওই দুই শিশুর লাশ তাদের স্বজনদের দাফনের অনুমতি দেওয়া হয়েছে।