ঝালকাঠিতে জমিসংক্রান্ত বিরোধের জেরে গৃহবধূকে কুপিয়ে হত্যা

হত্যা
প্রতীকী ছবি

ঝালকাঠির কাঁঠালিয়ায় জমিসংক্রান্ত বিরোধের জেরে এক গৃহবধূকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার সকালে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের কচুয়া গ্রামে তাঁকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষ। পরে বিকেলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

নিহত নারীর নাম তাজনেহার বেগম (৪৬)। তিনি কচুয়া গ্রামের মো. বজলুর রহমান হাওলাদারের স্ত্রী।

হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম। তিনি জানান, খবর পেয়ে কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিহত তাজনেহার বেগমের ময়নাতদন্ত হবে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে বজলুর রহমান হাওলাদারের পরিবারের সঙ্গে তাঁর প্রতিবেশী কামরুল ইসলামের পরিবারের বিরোধ চলে আসছিল। এর জেরে আজ সকালে কামরুলের পাকা ভবনের দরজা-জানালা ও সীমানাপ্রাচীর ভাঙচুর করেন বজলুর ও তাঁর স্ত্রী তাজনেহার। বাধা দিলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। একপর্যায়ে কামরুল ইসলাম, তাঁর বোন আসমা বেগম ও স্ত্রী রুপালী বেগম কুপিয়ে গুরুতর জখম করেন তাজনেহারকে। পরে স্বজনেরা তাঁকে উদ্ধার করে আমুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বিকেলে সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকে অভিযুক্ত কামরুল ইসলাম, তাঁর বোন আসমা বেগম ও স্ত্রী রুপালী বেগমসহ পরিবারটির সদস্যরা পলাতক রয়েছেন। এ জন্য তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।