মহেশখালীর বনে চোলাই মদের কারখানা, অস্ত্র–গুলিসহ গ্রেপ্তার ৪
কক্সবাজারের মহেশখালী উপজেলার গহিন বনের ভেতর গড়ে ওঠা এক চোলাই মদ তৈরির কারখানায় অভিযান চালিয়ে তা গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। এ সময় একটি অস্ত্র, ছয়টি গুলিসহ চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গত মঙ্গলবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার হোয়ানক ইউনিয়নের কেরুনতলী এলাকার বনে এ অভিযান চালানো হয়।
মহেশখালী থানা-পুলিশ জানায়, মঙ্গলবার রাত তিনটার দিকে কেরুনতলী এলাকার পূর্ব পাহাড়ের বনে একদল পুলিশ অভিযান চালায়। এ সময় একটি দেশি অস্ত্র, ছয়টি গুলি, দুটি ধারালো অস্ত্রসহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ ছাড়া ১৫০ লিটার চোলাই মদ, মদ তৈরির ৩০০ লিটার উপাদান (ওয়াশ) জব্দ করা হয়।
পরে মাদক ও অস্ত্র উদ্ধারের ঘটনায় আজ বুধবার সকালে পুলিশ বাদী হয়ে মহেশখালী থানায় চারজনের বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য আইনে পৃথক দুটি মামলা করে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাছির উদ্দিন (৪১), দুলাল দে (৩৮), জসীমউদ্দীন (৩৬) ও মো. শরীফ (৫৫)।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাঁরা পেশাদার মাদক ব্যবসায়ী। পাহাড়ের গহিন অরণ্যে কারখানায় চোলাই মদ তৈরি করে তাঁরা দীর্ঘ দিন ধরে মহেশখালী, কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিল। বিশেষ করে তাঁরা পাহাড়ের ভেতরে অস্ত্র নিয়ে ওই কারখানা পাহারা দিত। শেষ পর্যন্ত ওই কারখানার সন্ধান পাওয়ার পর অভিযান চালিয়ে কারখানাটি গুঁড়িয়ে দেওয়া হয়।