মামুন মাহমুদকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি ঘোষণা

মামুন মাহমুদছবি: সংগৃহীত

কমিটি বিলুপ্তির প্রায় দেড় মাস পর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে আহ্বায়ক করে ৫ সদস্যবিশিষ্ট কমিটির ঘোষণা করা হয়েছে। আজ রোববার দুপুরে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অপর সদস্যরা হলেন প্রথম যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান ভূঁইয়া, যুগ্ম আহ্বায়ক মাশুকুল ইসলাম, শরীফ আহমেদ ও মুহাম্মদ গিয়াস উদ্দিন।

এর আগে গত ২৪ ডিসেম্বর জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুকের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি।  

সংশ্লিষ্ট্রদের সূত্রে জানা গেছে, জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুকের মধ্যে অন্তর্দ্বন্দ্ব চলছিল। তাঁদের অন্তর্দ্বন্দ্বে দলের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়। এ ছাড়া জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানের পর জেলার শীর্ষস্থানীয় নেতাদের নামে দখলবাজির অভিযোগ ওঠে। বিশেষ করে জেলা বিএনপির সভাপতির বিরুদ্ধে কিছু সুনির্দিষ্ট অভিযোগ দলের শীর্ষ নেতৃত্বের কাছে যায়। সম্প্রতি দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খানের নেতৃত্বে তদন্ত কমিটি হয়। কমিটির সুপারিশে জেলা বিএনপির কমিটি বিলুপ্ত করা হয়।

এর আগে ২০২৩ সালের ১৮ জুন জেলা বিএনপির সম্মেলনে মুহাম্মদ গিয়াস উদ্দিনকে সভাপতি ও গোলাম ফারুক সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তবে এরপর আর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ প্রথম আলোকে জানান, ‘আমাকে আহ্বায়ক করে কমিটি ঘোষণা করায় দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সঙ্গে দলের নেতা–কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করছি। গত ৫ আগস্ট ফ্যাসিবাদের পতন হয়েছে। কিন্তু একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন না হওয়া পর্যন্ত রাজপথে আমাদের আন্দোলন চলবে। সবাইকে সঙ্গে নিয়ে আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে চাই। তিনি সবার সহযোগিতা কামনা করেন।’