পাবনায় গরু চুরি করে পালানোর সময় গণপিটুনিতে নিহত ৩

গণপিটুনিপ্রতীকী ছবি

পাবনার ভাঙ্গুড়ায় গরু চুরি করে পালানোর সময় গ্রামবাসীর গণপিটুনিতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আজ শনিবার ভোরে উপজেলার দিলপাশার ইউনিয়নের বেতুয়ান গ্রামে এ ঘটনা ঘটে।

এদিকে চোরদের আটকের সময় তাঁদের হাতে থাকা দেশীয় ধারালো অস্ত্রের আঘাতে তিন যুবক আহত হন। পরে তাঁদের উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, চাটমোহর উপজেলার মির্জাপুর গ্রামের গোলাপ হোসেনের বাড়ি থেকে দুটি গরু চুরি করে নৌকাযোগে গুমানী নদীপথে পালাচ্ছিল চোরের দল। স্থানীয় লোকজন বিষয়টি টের পেয়ে তাঁদের ধাওয়া করেন। এ সময় চোরেরা নৌকা থেকে গরু দুটি ফেলে দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পথে পাশের উপজেলা ভাঙ্গুড়ার বেতুয়ান ঘাটে তিন চোরকে আটক করে গণপিটুনি দেন স্থানীয় লোকজন। এতে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয়।

ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, ঘটনাস্থল থেকে তিনজনের মরদেহ ও দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে নিহত ব্যক্তিদের নাম–পরিচয় পাওয়া যায়নি। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।