বস্তাবন্দী লাশ ভেবে কেউ কাছে যাচ্ছিল না, পরে দেখা গেল...

অনেকে জড়ো হলে কেউই এগিয়ে গিয়ে দেখছিলেন না বস্তাটিতে কী আছে। পরে খবর পেয়ে সেখানে আসে পুলিশ। আজ রোববার সকালে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কেছবি: সংগৃহীত

সড়ক বিভাজকের পাশে পড়ে ছিল প্লাস্টিকের একটি বস্তা। কে বা কারা রটিয়ে দেয়, এতে মানুষের লাশ থাকতে পারে। সন্দেহের ডালপালা বাড়তে বাড়তে অনেকে জড়ো হয় সেখানে। কিন্তু কেউই এগিয়ে গিয়ে দেখছিল না এতে কী আছে। পরে খবর পেয়ে সেখানে আসে পুলিশ। বস্তাটির মুখ খোলার পর বেরিয়ে আসতে থাকে রাবার দিয়ে বাঁধা গোছা গোছা চুল।

আজ রোববার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা উড়াল সড়কের দক্ষিণ পাশে এ ঘটনা ঘটে। বস্তাটিতে মোট ২৮ কেজি চুল পেয়েছে পুলিশ। চুলগুলো থানায় রাখা হয়েছে। সেগুলো আসল চুল নাকি নকল চুল, তা এখনো যাচাই করা যায়নি।

বস্তাটির মুখ খোলার পর বেরিয়ে আসতে থাকে রাবার দিয়ে বাঁধা গোছা গোছা চুল
ছবি: সংগৃহীত

স্থানীয় লোকজন জানান, আজ সকাল ১০টার দিকে উড়াল সড়ক ও পার্শ্ব সড়কের মাঝামাঝি বিভাজকের পাশে সাদা রঙের প্লাস্টিকের বস্তা দেখতে পায় লোকজন। লাশ বা অন্য কিছু থাকতে পারে ভেবে কেউ কাছে যাচ্ছিল না। একপর্যায়ে ওই সড়কের এক রিকশাচালক বস্তাটি টেনে সড়ক বিভাজকের ওপর রাখেন। তিনি পার্শ্ববর্তী মাওনা হাইওয়ে পুলিশ ফাঁড়িতে খবর দেন। পুলিশ ফাঁড়ি কর্তৃপক্ষ শ্রীপুর থানা-পুলিশকে বিষয়টি জানায়। পরে বেলা ১১টার দিকে থানা-পুলিশ ঘটনাস্থলে আসে। তারা প্লাস্টিকের বস্তা খুলে ভেতরে বিপুল পরিমাণ চুল দেখতে পায়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) আবু রায়হান প্রথম আলোকে বলেন, ‘বস্তার ভেতরে চুল পাওয়া গেছে। আমরা সেগুলো উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। বস্তার ভেতরে একটি কাগজে চুলের পরিমাণ লেখা ২৮ কেজি। এগুলো মানুষের চুল নাকি কৃত্রিম, তা বুঝতে পারছি না।’