বগুড়ার শেরপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে একজনের মৃত্যু, আহত ৫
বগুড়ার শেরপুর উপজেলায় যাত্রীবাহী দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া দুইটার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের শেরপুর উপজেলার ঘোগা সেতুর সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় পাঁচজন বাসযাত্রী আহত হয়েছেন।
নিহত ব্যক্তির নাম মো. বায়োজিদ (২০)। তিনি রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস আসাদ পরিবহনের চালকের সহকারী ছিলেন। আহত যাত্রীরা হলেন নীলফামারীর জলঢাকার ফিরোজ হোসেন, আবু সাঈদ, রংপুর তারাগঞ্জের গোলাম রব্বানী, বদরগঞ্জের মো. রনি ও রংপুরের কিশোরগঞ্জের জাহিদ হোসেন।
দুর্ঘটনার পর মহাসড়কের দুই পাশে দূরপাল্লাগামী সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ৩০ মিনিট পর সড়ক যানজটমুক্ত করে।
পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী নাবিল পরিবহনের একটি বাস শেরপুর উপজেলার ঘোগা সেতুর কাছে পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী আসাদ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলেই আসাদ পরিবহনের চালকের সহকারীসহ ছয়জন হতাহত হন। দুর্ঘটনায় আহত ব্যক্তিদের অনেকেই বিকল্প বাসে করে গন্তব্যে ফিরে যান।
শেরপুর উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, দুর্ঘটনায় নিহত হয়ে গাড়ির মধ্যে আটকে ছিলেন আসাদ পরিবহন বাসের চালকের সহকারী। আহত ব্যক্তিদের উদ্ধার করে চিকিৎসার জন্য রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। নিহত ব্যক্তির লাশ শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাসুদ রানা প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর উভয় বাসের চালক ঘটনাস্থলে বাসগুলো ফেলে পালিয়ে যান। বাস দুটি জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।