বগুড়ায় পিনাকী ভট্টাচার্যকে অবাঞ্ছিত ঘোষণা করল যুবলীগ

বগুড়া শহরের সাতমাথা এলাকায় আজ দুপুর ১২টায় লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তালিকা দাহ করেন বগুড়া জেলা যুবলীগ। এ সময় তাঁরা তাঁকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করেন
ছবি: প্রথম আলো

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারকে নিয়ে কটূক্তি ও দেশবিরোধী চক্রান্তে জড়িত থাকার অভিযোগে লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্যকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার যুবলীগের নেতা–কর্মীরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন।

আজ শুক্রবার দুপুর ১২টার দিকে বগুড়া শহরের সাতমাথায় বগুড়া জেলা যুবলীগের নেতা-কর্মীরা পিনাকী ভট্টাচার্যের কুশপুত্তলিকা দাহ করেন। এ সময় সেখানে তাঁরা তাঁকে অবাঞ্ছিত ঘোষণা করেন। এর আগে তাঁরা বিএনপি ও জামায়াতের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন।

রাজশাহী মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী পিনাকী ভট্টাচার্য বগুড়া শহরের জলেশ্বরীতলা এলাকার বাসিন্দা।

যুবলীগের সমাবেশ থেকে জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন বলেন, পিনাকী ভট্টাচার্যের জন্য বগুড়াবাসী লজ্জিত। বিদেশে পালিয়ে থেকে পিনাকী ভট্টাচার্য দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন এবং বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। তিনি অনলাইনে লাগাতার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের বিরুদ্ধে কটূক্তি ও দেশবিরোধী আপত্তিকর মন্তব্য করে যাচ্ছেন। এর প্রতিবাদে তাঁর (পিনাকী ভট্টাচার্য) কুশপুত্তলিকা দাহ করা হয়েছে। তাঁকে বগুড়ায় অবাঞ্ছিত ঘোষণা করা হয়েছে।

শুভাশীষ পোদ্দার আরও বলেন, বিএনপি-জামায়াত চক্র সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলার মাধ্যমে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টির ঘৃণ্য পাঁয়তারা করছে। তাদের প্রতিহত করতে বগুড়া জেলা যুবলীগ রাজপথে সোচ্চার।

এর আগে বিএনপি-জামায়াতের সন্ত্রাস ও নাশকতার প্রতিবাদে দলীয় কার্যালয় থেকে জেলা যুবলীগের উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলে জেলা যুবলীগের সভাপতি শুভাশীষ পোদ্দার লিটন, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম নেতৃত্ব দেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এ সময় শহর যুবলীগের সভাপতি মাহফুজুল আলম, সাধারণ সম্পাদক উদয় কুমার বর্মণ, জেলা যুবলীগের নাসিরুজ্জামান টিটু, শরিফুল আলম, এজাজুল হক, সাজেদুর রহমান, মাইসুল তোফায়েল, মোশারফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।