স্বাধীনতাবিরোধীরা আবার যেন মাথা তুলতে না পারে: ওয়াদুদ ভূঁইয়া

ছাত্র–জনতার গণঅভ্যুত্থান উপলক্ষে বক্তব্য দিচ্ছেন জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভুঁইয়া। আজ দুপুরে খাগড়াছড়ি শাপলা চত্বরেছবি: প্রথম আলো।

খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূঁইয়া বলেছেন, স্বাধীনতাবিরোধীরা বিগত ১৬ বছর ছিল শেখ হাসিনার আঁচলের নিচে। যুবলীগ, ছাত্রলীগের মধ্যে লুকিয়ে ছিল তারা। তারা যেন আবার ছাব্বিশের নির্বাচনে মাথা তুলে দাঁড়াতে না পারে, সে জন্য সবাইকে সজাগ থাকাতে হবে।

আজ বুধবার দুপুরে ছাত্র–জনতার গণ–অভ্যুত্থান উপলক্ষে খাগড়াছড়ির শাপলা চত্বরে আয়োজিত সমাবেশে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘২০২৪ সালে ৪ আগস্ট শেখ হাসিনার পতনের এক দিন আগে এই খাগড়াছড়িতে আওয়ামী লীগের সন্ত্রীসরা ছাত্র-জনতার ওপর অস্ত্র নিয়ে হামলা করেছিল। হামলায় অনেক শিক্ষার্থী পুঙ্গত্ব বরণ করেছে। আমার বাসভবনে বৈঠকে তারা বিনা উস্কানিতে হামলা করে আমার বাড়িঘর ভাঙচুর করেছে। তাদের প্রত্যেকের বিচার করতে হবে।’

সমাবেশের আগে খাগড়াছড়িতে বিজয় শোভাযাত্রা করেন জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা। দুপুরে খাগড়াছড়ি সরকারি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বিজয় মিছিলে হাজারো নেতা–কর্মী যোগ দেন। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শহরের শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বিভিন্ন অঙ্গসংগঠনের নেতা–কর্মীরা অংশ নেন। এ সময় বক্তব্য দেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এন আবছার, যুগ্ম সম্পাদক আবদুল মালেক প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সহসভাপতি প্রবীন কুমার চাকমা।

আরও পড়ুন