অটোরিকশার ধাক্কায় কুষ্টিয়ার সংসদ সদস্য আহত

কুষ্টিয়া-২ আসনের সংসদ সদস্য কামারুল আরেফিনছবি: সংগৃহীত

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সংসদ সদস্য কামারুল আরেফিন সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে ঢাকায় সংসদ ভবনের সামনের এলাকায় তিনি সিএনজিচালিত অটোরিকশার ধাক্কায় আহত হন।

আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেন তিনি। রাতেই একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন তিনি ফ্ল্যাটে বিশ্রামে রয়েছেন।

এ বিষয়ে কামারুল আরেফিন বলেন, গতকাল সোমবার সংসদ অধিবেশন শেষ হওয়ার পর রাত ৯টার পর তিনি কয়েকজনকে সঙ্গে নিয়ে হেঁটে ন্যাম ভবনের ফ্ল্যাটের দিকে যাচ্ছিলেন। এ সময় সংসদ ভবনের সামনে বকুলতলা দিয়ে সড়ক পার হওয়ার সময় হঠাৎ দ্রুতগামী একটি সিএনজিচালিত অটোরিকশা তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে ৪-৫ হাত দূরে চলে গেলে মাথায় ও হাতে আঘাত পান। এ ছাড়া শরীরের অন্তত ১০-১২ জায়গায় চামড়া ছিলে গেছে।

কামারুল আরেফিন আরও বলেন, রাতেই মাথার সিটিস্ক্যান করানো হয়েছে। বাঁ হাতে তিনটা সেলাই পড়েছে। আপাতত শঙ্কামুক্ত। রাতেই ন্যাম ভবনের বাসায় ফিরে বিশ্রামে আছেন।

কামারুল আরেফিন কুষ্টিয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনের তিনবারের সংসদ সদস্য জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাসানুল হক ইনুকে পরাজিত করেন কামারুল। ইনু জোটের হয়ে নৌকা প্রতীকে নির্বাচন করেছিলেন। কামারুল আরেফিন কুষ্টিয়া মিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।