চকরিয়ায় পানিতে ভেসে গিয়ে শিশুর মৃত্যু, দুজন জীবিত উদ্ধার

প্রতীকী ছবি

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী ইউনিয়নের বিবিরখীল এলাকায় পানির স্রোতে ভেসে গিয়ে এক শিশু মারা গেছে। এ সময় দুজনকে জীবিত উদ্ধার করেছেন স্থানীয় লোকজন। আজ শুক্রবার সকাল নয়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশুর নাম মোহাম্মদ আবিদ (১৩)। সে স্থানীয় ইজিবাইক চালক জসিম উদ্দিনের ছেলে। জীবিত উদ্ধার করা হয়েছে অন্য দুই শিশুকে।

স্থানীয় লোকজন বলেন, বিবিরখীল এলাকায় বন্যার পানিতে গ্রামীণ সড়ক ডুবে আছে দুই দিন ধরে। বৃষ্টি কমে আসায় আজ ভোর থেকে বন্যার পানি কমতে শুরু করে। সকাল নয়টার দিকে বিবিরখীল এলাকার তিন শিশু সড়ক দিয়ে প্রবাহিত পানির স্রোত পার হওয়ার সময় ভেসে যায়। স্থানীয় লোকজন বিষয়টি দেখতে পেয়ে ডিঙি নৌকা নিয়ে তাদের উদ্ধারে যায়। এ সময় দুজনকে জীবিত উদ্ধার করতে পারলেও এক শিশু নিখোঁজ হয়ে যায়। আধা ঘণ্টা পর নিখোঁজের স্থান থেকে ১০০ ফুট দূরে আবিদের মরদেহ ভেসে ওঠে।

বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. ছালেকুজ্জামান বলেন, পানিতে ভেসে গিয়ে নিহত আবিদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অন্য দুই শিশুকে চিকিৎসা দেওয়া হয়েছে।