গাইবান্ধায় বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত

ঢাকা-রংপুর মহাসড়কে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে
ছবি: প্রথম আলো

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন।

শুক্রবার রাত ১১টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ, ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা বলেন, শ্যামলী পরিবহনের একটি বাস যাত্রী নিয়ে ঢাকা থেকে রংপুরের দিকে যাচ্ছিল। বাসটি বালুয়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সেটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়।

এ ঘটনায় তিনজন ঘটনাস্থলে নিহত হন। তাঁরা হলেন গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার চকনদী গ্রামের জহুরুল ইসলাম (৪৩), একই গ্রামের জাহিদ হাসান (২৫) ও তাঁর স্ত্রী ঝর্না বেগম (২২)। আহত ব্যক্তিদের গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

হতাহতের এ তথ্য নিশ্চিত করে রাত সাড়ে ১২টার দিকে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুল আলম শাহ প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাকটি উদ্ধারের চেষ্টা চলছে।