নরসিংদীতে টেক্সটাইল কারখানার গুদামে আগুন, দেড় ঘণ্টা পর নিয়ন্ত্রণে

আগুনপ্রতীকী ছবি

নরসিংদীতে একটি টেক্সটাইল কারখানার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ সোমবার বেলা দেড়টার দিকে সদর উপজেলার মেহেরপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে অবস্থিত গুদামে এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে ওই আগুন নিয়ন্ত্রণে আনে।

ওই কারখানার নাম মরিয়ম টেক্সটাইল। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

কারখানা কর্তৃপক্ষ ও ফায়ার সার্ভিস সূত্র বলছে, বেলা দেড়টার দিকে কারখানাটির কাপড়ের গুদামে হঠাৎ ধোঁয়া দেখা যায়। একপর্যায়ে আগুন পুরো কারখানায় ছড়িয়ে পড়ে। এরই মধ্যে কারখানার শ্রমিক-কর্মচারীরা বেরিয়ে আসেন। খবর পেয়ে নরসিংদী ফায়ার সার্ভিসের তিনটি ও মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। দেড় ঘণ্টা চেষ্টার পর বেলা তিনটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

এ বিষয়ে জানতে চাইলে নরসিংদী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক শিমুল মোহাম্মদ রাফি বলেন, ‘আজ বেলা ১টা ৪০ মিনিটে আমরা অগ্নিকাণ্ডের খবর পাই। নরসিংদী ও মাধবদী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে। তদন্ত শেষে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানানো হবে।’