সিলেট সীমান্ত দিয়ে ১৬ জনকে ঠেলে দিল বিএসএফ, বিজিবির হাতে আটক
সিলেটের ভারত সীমান্তবর্তী জকিগঞ্জের আটগ্রাম থেকে বাংলাদেশে অনুপ্রবেশকালে ১৬ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার সকালে তাঁদের আটক করা হয়। আটক ব্যক্তিদের মধ্যে দুই শিশু, আটজন পুরুষ ও ছয়জন নারী। ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ তাদের সীমান্তে একত্র করে বাংলাদেশে ঠেলে দিয়েছে বলে দাবি পুলিশের।
বিজিবি সূত্র জানায়, বার্ডার গার্ড বাংলাদেশ ১৯ ব্যাটালিয়নের কানাইঘাটের আটগ্রাম বিওপির সদস্যরা বুধবার সকালে জকিগঞ্জের আটগ্রাম এলাকায় অভিযান চালান। এ সময় বিজিবি ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ১৬ জনকে আটক করে। পরে তাঁদের বিজিবির ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের জিজ্ঞাসাবাদ চলছে।
এ বিষয়ে কথা বলতে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ারের ব্যবহৃত মুঠোফোন নম্বরে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
বিজিবির হাতে আটক ১৬ জনকে ভারত থেকে ঠেলে দেওয়া (পুশ–ইন) হয়েছে বলে জানিয়েছেন সিলেটের কানাইঘাট থানার ওসি আবদুল আউয়াল। প্রথম আলোকে তিনি বলেন, তাঁদের আটক করেছে বিজিবি। আটক ব্যক্তিদের সবাই বাংলাদেশের নাগরিক এবং তাঁরা বাগেরহাট ও কুড়িগ্রামের বলে দাবি করছেন।
বিজিবির বরাত দিয়ে ওসি আরও বলেন, আটক ব্যক্তিদের নাম–পরিচয় নিশ্চিত হওয়ার চেষ্টা করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাঁরা বিভিন্ন সময় কাজের সন্ধানে অবৈধ পথে ভারতে অবস্থান করছিলেন বলে জানিয়েছেন। বিজিবি ১৬ জনকে তাদের হেফাজতে রেখেছে। পুলিশের কাছে হস্তান্তরের পর আরও বিস্তারিত জানা যাবে।
এদিকে, মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ৪৪ জনকে ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো হয়েছে। আজ বুধবার ভোরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাঁদের দেশের ভেতর ঠেলে পাঠিয়েছে। বিজিবি তাঁদের আটক করেছে। আটক সবাই বাংলাদেশের নাগরিক বলে বিজিবি নিশ্চিত করেছে। তাঁদের পুলিশে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বিজিবি-৫২–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান আজ বিকেলে প্রথম আলোকে বলেন, ৪৪ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে নারী-শিশু আছে। ভোরের দিকে তাঁদের ঠেলে দিয়েছে। সকাল থেকে যাচাই-বাছাই করা হয়েছে। নিশ্চিত হওয়া গেছে, তাঁরা বাংলাদেশি। তাঁদের বাড়ি নীলফামারী, কুড়িগ্রামের দিকে। সবাইকে পুলিশের কাছে সোপর্দ করা হবে। তিনি বলেন, ‘সম্পূর্ণ ক্ষমতা দিয়ে পুশব্যাক ঠেকানোর চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমাদের এরিয়া বড়, পাহাড়ি এলাকা। একটা পিলার থেকে আরেক পিলারে যেতে এক ঘণ্টা সময় লাগে।’