মোটরসাইকেলের চাকা ফেটে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর মৃত্যু

সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

সিলেটে মোটরসাইকেলের চাকা ফেটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। ওই শিক্ষার্থীর নাম রকিবুল ইসলাম ওরফে সিফাত (২২)। তিনি বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। আজ বুধবার ভোর পাঁচটার দিকে সিলেটের গোয়াইনঘাটের সালুটিকর সড়কে এ দুর্ঘটনার ঘটনা ঘটে।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মো. কামরুজ্জামান চৌধুরী দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আমরা এ ঘটনায় শোকাহত। নিহত শিক্ষার্থীর পরিবারের সদস্যদের প্রতি আমরা সমবেদনা জানিয়েছি।’

নিহত রকিবুল সিলেট নগরের বিমানবন্দর থানার কালীবাড়ি এলাকার ফজলুল হকের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আজ ভোরের দিকে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়েছিলেন রকিবুল ইসলাম। ভোর পাঁচটার দিকে গোয়াইনঘাটের সালুটিকর সড়কে পৌঁছালে মোটরসাইকেলের পেছনের চাকা ফেটে যায়। এ সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারালে সড়কে ছিটকে পড়েন রকিবুল ইসলাম। পরে স্থানীয় লোকজন ও পুলিশ সদস্যরা উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বলেন, মোটরসাইকেলের পেছনের চাকা ফেটে গিয়ে দুর্ঘটনা ঘটে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনাস্থল থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে।